Tuesday 2 November 2021

বউ যখন অবাধ্য হবে তখন কী করা উচিত?

 আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হলেন। নিজেই গাড়ী চালান। বের হবার সময় বাড়ির গেটে একটা ধাক্কা লাগলো। কিছুদুর যাচ্ছেন, হটাত এক রিকশার পেছনে ধাক্কা লাগলো। অফিসের কাছে চলে এসেছেন, তখন লাইট-পোস্টে ধাক্কা লাগলো। অবশেষে, অফিসে ঢোকার সময়, গেটে একটা ধাক্কা লাগলো।

আপনি চিন্তা করছেন, কি একটা অপদার্থ গাড়ী !! অফিসে যেতেই চার-পাচবার ধাক্কা লাগে। আপনি চিন্তা করছেন, এই গাড়ি বদলাতে হবে। এমন ফালতু গাড়ি আর রাখা যাবে না।

গাড়ী কখনো অপদার্থ হয় না। অপদার্থ হয় ড্রাইভার। ঠিক তেমনই, বউ কখনো অবাধ্য হয় না। বউ অবাধ্য, এই অভিযোগ পাওয়া গেলে বুঝতে হবে, স্বামী তাকে নিয়োন্ত্রন করতে পারছে না। দোষ গাড়ীর নয়, দোষ ড্রাইভারের।

যেটা বলছি, সেটা বুঝতে কস্ট হলে, আপনার নিজের আভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখতে পারেন। বউ অবাধ্য, বউ কথা শোনে না, এসব অভিযোগ কার কাছ থেকে পাওয়া যায়? সব সময় এমন আভিযোগ পাবেন ভদ্র ছেলের কাছ থেকে। ভদ্র ছেলে, সবার সাথে ভালো ব্যাবহার করে, নিজের কাজ ঠিকভাবে করে, মেয়েদের দিকে তাকায় না। এমন ভদ্র ও ভালো ছেলেদের বউ অবাধ্য হয়। জীবনে কোনদিন শুনেছেন, কোন লুচ্চা বদমাইশের বউ অবাধ্য হয়? লুচ্চা বদমাইশের বউ অবাধ্য হয় না, কারন লুইচ্চা জানে, নারীকে কিভাবে নিয়োন্ত্রন করতে হয়।

নিয়োন্ত্রন জিনিসটা কি, সেটার খুব সহজ একটি উদাহরন দিব। আমার তিন বছরের ভাতিজা, অর্ধেক খাওয়া আইস্ক্রিম এর কাঠি ধরে বসে রয়েছে। আর খাবে না, ওটা ফেলেও দিবে না। গায়ে মেখে জামা কাপড় ময়লা করছে। তার হাত থেকে আইস্ক্রিমটা সরাতে গেলে চিৎকার করে। ওর মা অনেক চেষ্টা করেও ওটা হাত থেকে নিতে পারছে না।

তখন আমি ভাতিজার কাছে গেলাম। গিয়ে বললাম, দেখো তো আইস্ক্রিমটা ধুয়ে পরিস্কার করতে পারো কিনা। ভাতিজা অতি আগ্রহের সাথে পানির কলের নিচে তার আইস্ক্রিমটা ধরে রাখলো। খুব দ্রুত, তার আইস্ক্রিম গলে গেল, হাতে রইলো খালি কাঠি। এরপর, ভাতিজা যেই কাঠিটি ফেলে দিলো।

এখানে লক্ষ্যনীয় হল, তিন বছরের এই ভাতিজা মায়ের অবাধ্য। তার মা যেটা করতে বলেছে, সেটা সে করেনি। ওদিকে, আমি একটি কৌশল করেছি, যার ফলে সে খুশিমনে সেই কাজটি করেছে। ভাতিজা আর মায়ের অবাধ্য থাকলো না।

তিন বছরের বাচ্চার ঘটনা নিয়ে উদাহরন দিয়েছি। এই একই কৌশল ৩০ বছরের মানুষের উপরে কাজ করবে না। তবে, প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা কৌশল আছে। ঠিক তেমনই, বউ যাতে খুশিমনে বাধ্য থাকে, সেই কৌশলও আছে। কোন কোন বিষয়ে বউ অবাধ্য হয়, সেই বিষয়ের প্রতিটির জন্য আলাদা কৌশল আছে। যে যত কৌশল করতে পারে, তার তত নিয়োন্ত্রন আছে, তার বউ তত বাধ্য।

দ্রস্টব্যঃ আপনি জানেন কিভাবে ফুটবলে গোল দিতে হয়। কিন্তু মাঠে নামিয়ে দিলে হয়তো গোল দিতে পারবেন না। ঠিক তেমনি, আমি এত লেকচার দিলেও, নিজে ভালোভাবে বউ নিয়োন্ত্রন করতে পারি না।

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...