Tuesday 5 November 2019

বুঝলে বুঝ পাতা,না বুঝলে তেজপাতা



একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?'
সেলসম্যান মুখের উপর বলে দিলো, 'নেই!'
চলে যাচ্ছিলেন। একটু পর নিজেই ফিরলেন। সৈয়দ মুজতবা আলি তাদের বোঝালেন, সেলসম্যানশিপ কি? যখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ডায়মন্ড বলপেন আছে কি, তাদের বলা উচিত ছিল ডায়মন্ড বলপেন নেই তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি আছে। ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদেয় করা ঠিক নয়। সেলসম্যান লজ্জিত হলো এবং কিছু শিখলো।
কিছুক্ষন পর সাহিত্যিক অন্নদাশংকর রায় এসেছেন। জিজ্ঞাসা করলেন, 'টয়লেট পেপার আছে?'
সৈয়দ মুজতবা আলির দীক্ষিত সেলসম্যান উত্তর দিলেন, 'টয়লেট পেপার একটু আগে শেষ হয়েছে।
তবে শিরীষ কাগজ আছে, দেবো?'
______©
কিছু বুঝলেন?
বুঝলে বুঝ পাতা,না বুঝলে তেজপাতা😊

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...