Monday, 21 November 2016

জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ৷ এই জীবন সে পায় মাত্র একটি বার৷ তাই এমনভাবে বাচঁতে হবে, যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবন যাপন করার যন্ত্রণা ভরা অনুশোচনায় ভুগতে না হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা লজ্জার দহন সইতে না হয়৷ এমনভাবে বাচঁতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে মানুষ বলতে পারে আমি কখনো মানুষের উপকার ব্যতীত ক্ষতি করিনাই৷
সাতাশ/ এক/ বারো

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...