Friday, 22 February 2019

মানুষ যত বড় হতে থাকে সরলতা তত কমতে থাকে।


পৃথিবীটা খুব কঠিন জায়গা। প্রকৃতি একটা মানুষকে আগে থেকেই এই সত্যটা জানিয়ে দেয়। 

সাধারণত একটা তিন সপ্তাহ বয়সের শিশু মানুষের মুখের দিকে তাকিয়ে হাসে। তার বয়স ৬ মাস হলে সে কেবল পরিচিত মানুষ দেখে হাসে। কেননা সে তখন পরিচিত এবং অপরিচিত মানুষকে আলাদা করতে পারে। 

৭ থেকে ১২ মাসে সে আরও একটা জিনিস উপলদ্ধি করে- সেটা হল এই অচেনা মানুষ গুলো তার আপন কেউ না। তাই সে অপরিচিত মানুষকে দেখে রীতিমত ভয় পেয়ে কান্না করে; কখনো কখনো সে মায়ের আঁচল ধরে রাখে। সে এটা বুঝতে পারে - যখন সে বিপদে পড়বে তখন কাছের মানুষই তাকে এখান থেকে রক্ষা করবে।
 
একটা এক বছরের শিশু যে সত্যটা জানে; একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে সত্যটা জানে না। কেননা সে যত বড় হতে থাকে সরলতা তত কমতে থাকে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...