পৃথিবীটা খুব কঠিন জায়গা। প্রকৃতি একটা মানুষকে আগে থেকেই এই সত্যটা
জানিয়ে দেয়।
সাধারণত
একটা তিন সপ্তাহ বয়সের শিশু মানুষের মুখের দিকে তাকিয়ে হাসে। তার বয়স ৬ মাস হলে সে কেবল পরিচিত মানুষ দেখে হাসে। কেননা সে তখন পরিচিত
এবং অপরিচিত মানুষকে আলাদা করতে পারে।
৭
থেকে ১২ মাসে সে আরও একটা জিনিস উপলদ্ধি করে- সেটা হল এই অচেনা মানুষ গুলো তার আপন
কেউ না। তাই সে অপরিচিত মানুষকে দেখে রীতিমত ভয় পেয়ে কান্না করে; কখনো
কখনো সে মায়ের আঁচল ধরে রাখে। সে এটা বুঝতে পারে - যখন সে বিপদে পড়বে তখন কাছের
মানুষই তাকে এখান থেকে রক্ষা করবে।
একটা
এক বছরের শিশু যে সত্যটা জানে; একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে সত্যটা জানে
না। কেননা সে যত বড় হতে থাকে সরলতা তত কমতে থাকে।
No comments:
Post a Comment