Thursday, 12 March 2020

খালেদা জিয়াকে মুক্তি

বিএনপি নেতৃবৃন্দ মানবিক দৃষ্টিকোণ থেকে এতিমের টাকা আত্নসাতের মামলায় দন্ডপ্রাপ্ত আসামী খালেদা জিয়াকে মুক্তি দিতে সেই আওয়ামী লীগ সরকারকে অনুরোধ জানাচ্ছেন যার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য ২১ আগস্টের হত্যাযজ্ঞ ঘটিয়ে ২২ জন নেতাকর্মী হত্যা করেছিল।হত্যা করেছিল বীর মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী শাহ এম এ এস কিবরিয়া, সাংসদ আহসানউল্লাহ মাষ্টার, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মন্জুরুল ইমাম,সাবেক সাংসদ নাটোরের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন আহমেদ,লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল ইসলাম, খুলনার জনপ্রিয় সাংবাদিক মানিক সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মো: ইউনূস , বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে।অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীর বেরিয়ে আসা মাথার খুলি আমাদের অনেক দিন ঘুমাতে দেয়নি। সেই বিএনপি বলছে মানবিকতার কথা!!! আর্থাইটিজের রুগী যাকে দেশের মানুষ বরাবরই অন্যের সাহায্যে হাটতে দেখতে অভ্যস্ত তাকে ৭৫ বছরে এসে চিকিৎসা বিজ্ঞান কীকরে দৌড়তে শেখাবেন সেটা আমার বোধগম্য নয়। শুনতে খুবই নিষ্ঠুর শোনালেও প্রশ্নগুলো একবার নিজের দিকে ফিরিয়ে নিন।আপনার পিতা, মাতা বা সন্তানের খুনীর জন্য মানবিক হতে চেয়ে কতোটা বেআইনী পথে হাঁটবেন আপনি?

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...