Monday 29 March 2021

উমিয়াম নদী

 


উমিয়াম নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার, গড় প্রস্থ ৪৫২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক উমিয়াম নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ০৬ উমিয়াম নদীর গভীরতা মিটার এবং অববাহিকার আয়তন ৪৮ বর্গকিলোমিটার

উমিয়াম নদী ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতকের দোয়ারাবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর ছাতকের সুরমা নদীতে প্রবেশ করেছে

এই নদীতে সারা বছরই পানিপ্রবাহ থাকে শুষ্ক মৌসুমে ফেব্রুয়ারি-মার্চের দিকে প্রবাহের গভীরতা কমে গিয়ে . মিটার পর্যন্ত থাকে তবে বর্ষা মৌসুমে জুন-আগস্টে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে মিটার পর্যন্ত পৌঁছায় নদীটিতে জোয়ার ভাটার প্রভাব নেই উমিয়াম নদীর তীরে ছাতক শহর অবস্থিত

 

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...