Tuesday, 25 April 2017

গ্রিক ভাস্কর্য

আমি বিরক্ত, লজ্জিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। হাসিনার কাছ থেকে বৈপ্লবিক কিছু আশা করি না। তাই গ্রিক ভাস্কর্য বিষয়ে চুপ করে তামাশা দেখবেন বলেই ধরে নিয়েছিলাম। নাহ! তিনি তেঁতুল হুজুরের চেয়েও এক কাঠি বেশি অনুভূতিসম্পন্ন এই ইস্যুতে। তিনি পাক্কা পলিটিশিয়ান, চ্যাতনার আমটিও খাবেন আবার অনুভূতির তলারটাও কুড়াবেন।
তবে মহোদয়া, এই বাঁদরের জাতকে মাথায় তুলে কেউ শেষ রক্ষা পেয়েছে বলে ইতিহাস সাক্ষ্য দেয় না। ডুবেন ডুবেন, আপনি দেশটাকে নিয়েই ডুবেন। ফি আমানিল্লাহ!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...