Tuesday 25 April 2017

ঈশ্বর যুগে যুগে বিভিন্নরূপে পৃথিবীতে এসেছেন।

ঈশ্বর যুগে যুগে বিভিন্নরূপে পৃথিবীতে এসেছেন। মৎস্যাবতার, কূর্মাবতার বা কচ্ছপরূপে, বরাহাবতার বা শুয়োররূপে। আদ্যান্তিক পরিস্থিতি বিবেচনায় মনে হয় ঈশ্বরের আরো একটি প্রাণীর রূপ ধরে পৃথিবীতে আসা উচিত ছিলো। সেটি হলো গর্দভাবতার বা গর্দভরূপে। সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি সর্বদা সর্বত্রই এই প্রাণিটির জয়জয়কার দেখছি আর বিশ্বাস করতে বাধ্য হচ্ছি অবিনশ্বর বলে যদি কিছু থাকে তাহলে তা একমাত্র এই প্রাণিটিই

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...