ঈশ্বর যুগে যুগে বিভিন্নরূপে পৃথিবীতে এসেছেন। মৎস্যাবতার, কূর্মাবতার বা
কচ্ছপরূপে, বরাহাবতার বা শুয়োররূপে। আদ্যান্তিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়
ঈশ্বরের আরো একটি প্রাণীর রূপ ধরে পৃথিবীতে আসা উচিত ছিলো। সেটি হলো
গর্দভাবতার বা গর্দভরূপে। সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি সর্বদা সর্বত্রই এই
প্রাণিটির জয়জয়কার দেখছি আর বিশ্বাস করতে বাধ্য হচ্ছি অবিনশ্বর বলে যদি
কিছু থাকে তাহলে তা একমাত্র এই প্রাণিটিই
No comments:
Post a Comment