Monday 28 June 2021

ঘোড়াউত্রা নদী

 


ঘোড়াউত্রা নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার, গড় প্রস্থ ৪৩৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ঘোড়াউত্রা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ২৬

ঘোড়াউত্রা নদীর উৎপত্তি হয়েছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ধনু নদী থেকে উৎপত্তির পর দক্ষিণমুখো হয়ে এই জেলারই বাজিতপুর উপজেলায় মেঘনা  কালনীর সঙ্গমে মিলিত হয়েছে মিঠামইন থেকে বেরিয়ে এটি নিকলী উপজেলা শহরের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হয়েছে

নদীর তীরে গড়ে উঠেছে মিঠামইন উপজেলা নদীটিতে জোয়ার ভাটার প্রভাব রয়েছে, তবে লবণাক্ততা নেই নদীতে সারাবছরই পানি থাকে নদী তীরবর্তী এলাকাগুলো সাধারণত বন্যায় প্লাবিত হয় না পানির গড় গভীরতা শুকনো মৌসুমেও ১০ মিটারের কম নয় আর বর্ষা মৌসুমে বেড়ে দাঁড়ায় ১৭ মিটারে এই নদীর গভীরতা ১৭ মিটার নদী অববাহিকার আয়তন ১৬১৯ বর্গকিলোমিটার

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...