Sunday, 27 June 2021

কুলিক নদী

 


কুলিক নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত একটি নদী নদীটি বাংলাদেশের উত্তরাংশের ঠাকুরগাঁও উপজেলা বালিয়াডাঙ্গী উপজেলার রায়পুর ইউনিয়নের বিল এলাকা থেকে উৎপন্নহয়েবাংলাদেশের হরিপুর উপজেলার বাংলাদেশ অংশে পড়েছে বাংলাদেশের প্রবাহপথে বালিয়াডাঙ্গী, রানীশংকাইল হরিপুর উপজেলা রয়েছে নদীটির দৈর্ঘ্য বাংলাদেশ অংশে .৩৬ কিমি এবং ভারতের অংশে ৭৫.৬৪ কিমি

নদীটির ভুটডাঙ্গী এলাকায় প্রস্থ ১০০ মিটার এবং সেখানে এর গভীরতা ৩০ মিটার আর নদী অববাহিকার আয়তন ১৫০ বর্গকিমি নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে এপ্রিল মাসের দিকে শুকনো মৌসুমে প্রবাহ কমে যায় আগস্ট মাসের বর্ষা মৌসুমে যখন পানিপ্রবাহ সর্বোচ্চ হয় তখন পানিপ্রবাহের পরিমাণ হয় ১১৫ ঘ্নমিটার/সেকেন্ড এই নদীতে জোয়ারভাটার প্রভাব নেই তাছাড়া সাধারণত এই নদীতে জোয়ার ভাটার প্রভাব নেই

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...