Tuesday 5 November 2019

বিস্মৃতির অতলে একদিন সব হারিয়ে যাবে, যতোটা হারালে আর খুঁজে পাওয়া যায় না!

অবহেলা / বিশেষ্য / অবহেলন; অবজ্ঞা, উপেক্ষা; অনায়াস, অযত্ন; অবলীলা, অনাদর৷ /অব + হেড্ + অন /৷ বিশেষন/ অবহেলিত ৷
অভিধান খুলে 'অবহেলা' শব্দের এইসব অর্থ পাই৷ অবহেলিতের কাছে এই শব্দগুলো বিশেষ কোন অর্থ বহন করে না৷ অবহেলা অনুধাবন করার জিনিষ, বর্ণনার না৷ দেরিদা দেখিয়েছেন মুখের ভাষা এবং হাতের লেখা দুই বাইনারি অপজিট, যেখানে মুখের ভাষা সেন্ট্রাল ও প্রাকৃতিক, এবং হাতের লেখা মার্জিনাল এবং কৃত্রিম। লেখা ও মুখের ভাষার বাইরে আরেকটি ভাষা আছে, হৃদয়ের৷ সেখানে বলা হচ্ছে অবহেলা মানে জিঘাংসা৷ বি. বধ করার বা হত্যার ইচ্ছা।
ধীরে ধীরে হলেও বুঝতে শিখেছি, এইভাবে আমাদের সবকিছু অতীত হয়ে যাবে ৷ বিস্মৃতির অতলে একদিন সব হারিয়ে যাবে, যতোটা হারালে আর খুঁজে পাওয়া যায় না!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...