ওহে রাজ্য ওহে রাজা
সেলাই করো আমার ঠোট,
বালু চাপা দিয়ে মগজ
আমায় বানাও পক্ষী উট।
সেলাই করো আমার ঠোট,
বালু চাপা দিয়ে মগজ
আমায় বানাও পক্ষী উট।
কেমনে করি বন্ধ দুচোখ
কেমনে করি রুদ্ধ কান,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
কেমনে করি রুদ্ধ কান,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
আমার নীরব পদশব্দে
কেমনে নড়ে রাজার ভীত,
ঘর হতে আজ পা বাড়ালেই
চোখে ভাসে বিশ্বজিৎ ।
কেমনে নড়ে রাজার ভীত,
ঘর হতে আজ পা বাড়ালেই
চোখে ভাসে বিশ্বজিৎ ।
ন্যায্য কথায় ত্যাজ্য করো
জানো কথায় মানলে হার,
হারিয়ে দিয়ে বাংলাদেশকে
ওপার গেলো এক আবরার
জানো কথায় মানলে হার,
হারিয়ে দিয়ে বাংলাদেশকে
ওপার গেলো এক আবরার
কোথায় গিয়ে বাঁচবো বলো
কোথায় পাবে রক্ষে প্রাণ,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
কোথায় পাবে রক্ষে প্রাণ,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
ওহে রাজ্য ওহে রাজা
আমরা প্রজা ক্ষুদ্র কীট,
পাওনা দাবী চাইতে গেলেই
ঝাঁঝরা কেন আমার পীঠ।
আমরা প্রজা ক্ষুদ্র কীট,
পাওনা দাবী চাইতে গেলেই
ঝাঁঝরা কেন আমার পীঠ।
রক্তে যদি দেশটা ভাসে
একটু হলেই ভিন্ন মত,
কিসের দায়ে দাঁড়িয়ে আছে
রাজ্য ভরা আদালত।
একটু হলেই ভিন্ন মত,
কিসের দায়ে দাঁড়িয়ে আছে
রাজ্য ভরা আদালত।
স্তব্ধ আমার কলম খাতা
যায়না লিখা পদ্য গান,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
যায়না লিখা পদ্য গান,
অবাক হয়ে তাকিয়ে দেখি
দেড়লাখ কিলোই গোরস্থান।
No comments:
Post a Comment