Thursday, 1 December 2016

হিসেব করে ব্যবসা হয় ; ভালবাসা না।



আচ্ছা... মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ চেনার কোন উপায় কী আছে ?
সিগারেটখোর এক টান দিয়ে ধোঁয়া অর্ধেক গলায় রেখেই বলে দিতে পারবে , এটি ড্যাম সিগারেট ছিল। তারা'খোর আকাশের দিকে তাকিয়েই বলে দিতে পারবে, এই তারাটি কয়েকশো বছর পর মারা যাবে।
দীর্ঘদিন তামাক খেলে সিগারেট চেনা যায়। আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায়; ত্রিশ বছর মার্বেল আকৃতির দুটি চোখের দিকে তাকাবার পরও মানুষটাকে চেনা যায় না।
যে মানুষটি তোমাকে রেখে চলে গেছে তুমি তার যে কোন একটি ছবি বের কর। কয়েক মিনিট তার চোখের দিকে তাকালে দেখবে কেমন মায়া মায়া লাগছে। 
আই কন্টাক্টের একটা বিশেষত্ব হল , এক দৃষ্টিতে তাকালে তার চোখের মনির সুরঙ্গপথ দিয়ে তুমি অন্তরে চলে যাবে !
ছবিটির দিকে তুমি বেশি সময় তাকিয়ে থাকতে পারবে না কেননা অভিমানি শান্ত স্নিগ্ধ সমরেশের নায়িকার মত টান টান খুব চেনা এই চোখ দুটি - একদিন আষাঢ়ের রাতে চোখ রাঙ্গিয়ে ফেলেছেএকদম চোখ রাঙ্গিয়ে ফেলেছে !
কাছের মানুষটির চলে যাওয়ার ঘটনা এক সময় সহনীয় হয়। কেউ চলে গেছে এটিকে তুমি একদিন নিয়তি ভেবে সান্ত্বনা খুঁজে পাবে। তবে কেউ চোখ রাঙ্গিয়ে ফেলেছে...; এই ব্যাপারটি তোমাকে প্রায় রাতে দুঃখ দিবে।
হৃদপিণ্ডে ধুপ ধুপ করে শব্দ হবে ;যেন কেউ কাঠের জুতা পায়ে দিয়ে তোমার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে!
পানি চক্রের মত এই সব আবেগের একটা ইমোশন চক্র আছে। 
প্রথমদিকে খুব দুঃখ হবে। বাংলা মদ- গাঁজা সিগারেট - সেডনেস গান - মেয়েদের ক্ষেত্রে বালিশ মুখে চেপে ধরে ঠোঁট কামড়িয়ে কাঁদা !
প্রথমদিকে তাকে অন্য কারো সাথে দেখলে অনেকেই প্যাথলজিক্যাল জেলাসিতে আক্রান্ত হয়। তাকে বলা ঠিক একই কথা গুলোই এখন রাতে অন্য কাউকে বলছে এসব মনে করে তোমার বুকের শব্দ বেড়ে যাবে।
শুধু তুমিই বুঝবে কী কষ্টের ভেতরে তুমি আছো... আর কেউ না।
তারপর সব একদিন সহনীয় হবে।
কেউ আসবে সান্ত্বনার কথা শোনাতে। কেউ আসবে বিরক্তি দেখাতে... কেউ আসবে তোমাকে উদ্ধার করতে। একদম ইমারজেন্সি রোগীর মত কোলে নিয়ে দৌড়াবে; একদম ডুবন্ত মানুষের মত লাইফ জ্যাকেট নিয়ে সাঁতরাবে ! আবার হয়ত থেমে যাবে !
মনোবিজ্ঞানীদের মতে, আমরা আসলে মানুষের কাছে হারি না আমরা হারি আমাদের ইমোশনের কাছে।
ফালতু বানোয়াট কথা শুনে রাতে ডিম লাইট জ্বালিয়ে স্বপ্ন দেখি। পরিসংখ্যান অনুযায়ী আমরা ৭০ ভাগ সময় ভুল মানুষকে ভালোবাসি। ভুল মানুষকে ঠিক মনে করি।
আচ্ছা... মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ চেনার কোন উপায় কী আছে ?
লক্ষ্য রাখবে মানুষটি কতবার ' আমি' শব্দটি ব্যবহার করছে। একটি গবেষণায় দেখে গেছে সাধারণত হাসপাতালের মানসিক রোগী প্রতি ১২ টি শব্দে একবার ' আমি' উচ্চারণ করে আর একজন স্বার্থপর মানুষ প্রতি ১৫ টি শব্দে একবার। 
দ্যা বিগ প্রোনাউনের উপর নির্ভর করে এক সময় মানুষের রুচিবোধ স্পষ্ট হয়ে উঠে।
' ফিগার আউট পিপল ফ্রম দেয়ার ওয়ার্ডস ' বইটিতে বলা হয়েছে কিভাবে একটি অচেনা মানুষের সাথে কিছু সময় কথা বলেই একটা বেসিক ধারণা পাওয়া যেতে পারে
কথা বলার সময়কার মধ্যবর্তী বিরতি , শব্দ ভঙ্গি, শব্দ নির্বাচন , তার চোখের আই কন্টাক্ট এই কটি জিনিস বোঝার চেষ্টা করবে।
কিছুদিন আগে জন কর্ডের লেখা পড়ছিলাম, তিনি জানিয়েছেন তিনি কারো সাথে কথা হলেই সরাসরি কোন প্রশ্ন না করেই বলে দিত পারতেন - ' ফ্রাঙ্ক বিয়ে করতে চায়' অথবা তরুণী মিসেস জেনি বোধহয় অন্তঃস্বত্বা'
তিনি মাইন্ড রিডার ছিলেন না। তিনি সাধারণ একটি কৌশল চর্চা করেছেন- এটিকে বলে কন্টেন্ট এনালিসিস'
' কন্টেন্ট এনালিসিস' বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজন আছে। অন্য একদিন করব। 
.........................................................................................................
লেখার এই পর্যায় আমার ভেতরে একটা বিষণ্ণতা কাজ করছে। একজন মানুষ অন্য একজন মানুষকে বোঝার জন্য জাজমেন্ট টেস্ট করবে এই ব্যাপারটি আমি মেনে নিতে পারছি না। 
মানুষ আসলে অন্ধের মত ভালবাসতে চায়। চোখে কাপড় বেঁধে বিশ্বাস করতে চায়। একটা কমদামে নাক ফুলের কথা ভেবে দশ বছর পার্কে বসে থাকবে...
তবু হিসেব নিকেশ করে ভালবাসতে রাজি না। হিসেব করে ব্যবসা হয় ; ভালবাসা না।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...