Thursday, 1 December 2016

সুন্দর করে হাসতে শিখুন, জীবন বদলে যাবে।







কিছু মানুষ যখন খুব বেশি খুশি থাকে তখন সে অট্টহাসি হাসে না, ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই থাকে , থামে না । হাসতে হাসতে মানুষ টার গাল দুটোতে ব্যথা হয়ে যায়, তবুও হাসি থামে না । থামাতে চাইলেও থামানো যায় না। মানুষ টা হাসতেই থাকে। এই হাসিতে কোন ভেজাল থাকে না, একদম মনের গহীন কোন জায়গা থেকে আসে হাসিটা। চোখে মুখে ফুঁটে উঠে হাসিটার ভাব। এই হাসিকেই বলে নির্ভেজাল হাসি। বেঁচে থাকার জন্য জীবনে এই হাসিটুকুর খুব দরকার। সুন্দর করে হাসতে শিখুন, জীবন বদলে যাবে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...