Thursday 1 December 2016

জীবনের লক্ষ্য কি??



আমার বয়স যখন পাঁচ কি ছয় বছর- তখন আমার মায়ের মুখে শুনেছি সুখই হলো জীবনের চাবিকাঠি। 

যখন আমি হাই স্কুলে গেলাম আমাকে লিখতে বলা হলো আমি বড় হয়ে কি হতে চাই ? 
আমি লিখলামঃ আমি বড় হয়ে সুখি হতে চাই। 

তারা বলেছিলো আমি প্রশ্নটা ঠিক মতো বুঝিনি, এবং আমি বলেছিলাম তারাই জীবনের অর্থটা এখনো বোঝেনি।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...