Saturday, 29 July 2017

অনেকেই হয়তো ভাবেন যে পাঁচ কিংবা সাত বছর বয়সের একটা বাচ্চা কি আর বুঝবে। আসলে এটা ঠিক না।



লেখকের প্রতিটি লেখার পেছনেই একটা সত্যি ঘটনা লুকিয়ে থাকে। হয়তো এটার পেছনেও আছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে ছোটদের সামনে এমন কিছু না করার, যা তার পরবর্তী জীবনটা বিষাক্ত করে দেয়। অনেকেই হয়তো ভাবেন যে পাঁচ কিংবা সাত বছর বয়সের একটা বাচ্চা কি আর বুঝবে। আসলে এটা ঠিক না। বাচ্চারা প্রতিটা জিনিস খুব বেশী করে লক্ষ্য করে। অনেক কিছুই তারা আপাত দৃষ্টিতে বোঝেনা, কিন্তু ভোলেনা কিছুই। যখন বুঝতে শেখে, তখন সেই সব ঘটনা তাদের মনে ছায়া ফেলে গভীর ভাবে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...