Monday 17 July 2017

সাত দিনের এত বড় ছুটিটা কখন যে ছোট হয়ে গেলো


সাত দিনের এত বড় ছুটিটা কখন যে ছোট হয়ে গেলো, বুঝতে পারলাম না। কাল থেকে আবার শুরু হবে ঘড়ির কাটায় ভর দিয়ে চলা। সি সি ক্যমেরায় ভর দিয়ে চলা ক্লান্তিহীন কর্মযজ্ঞ। ব্রাশ আগে না গোসল আগে, এ নিয়েই সকাল শুরু এবং অফিস থেকে কাজ সেরে যখন বের হই, তখন রাস্তার মোড়ের কুকুরগুলোও ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে। এই ছুটে চলার শেষ তো ঐ কবরে। হয়তো ভালোভাবে নয়তো আঞ্জুমানে মফিদুল ইসলাম।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...