সব চাইতে বড় কারাগার বোধহয় আকাশ।
যেখানেই পালাও না কেন , মাথার উপরে একটা আকাশ লেগেই থাকবে। আর সব চাইতে ছোট কারাগার
হল মানুষের মন। এত ছোট যে প্রবেশ করা যায় না।
সব চাইতে
বড় ব্যাথা বিশ্বাসঘাতকতার শিকার হওয়া না; সব চাইতে বড় ব্যাথা হল নিঃসঙ্গতার ব্যাথা।
সে কিংবা তারা বিশ্বাসঘাতকতা করেছে বলেই তুমি নিঃসঙ্গ।
Cast
Away মুভিতে একটা দৃশ্য ছিল এরকম , নির্জন দ্বীপে প্রাণশূন্য এতটাই নিঃসঙ্গ এক মানুষ
ছিল যে, জোয়ারের পানিতে একটা ফুটবলকে ভাসতে দেখে সে সেটা কুড়িয়ে নিল। তারপর পাথর দিয়ে
বলের গায়ে
চোখ মুখ নাক এঁকে কাল্পনিক এক মানুষ বানিয়ে সেটার সাথে কথা বলতে শুরু করল। সব কষ্টের
মূলে এই নিঃসঙ্গতা। যদিও ইংরেজিতে একটা কথা আছে , Winners always stand alone ! বিজয়ীরা
সব সময় একা থাকে।
আর সব
চাইতে ছোট ব্যাথা ? সেটা তুমি এই মুহূর্তে পাচ্ছো। সময়ের স্রোতে সবই একদিন নিছক হয়ে
ওঠে। এই পৃথিবীতে কোন কিছুই আসলে চিরস্থায়ী না- পৃথিবী নিজেও না।
No comments:
Post a Comment