Sunday, 12 July 2020

ছাবেদ অালীর গল্প(৮) / আজিজ আহমেদ


/
লোকাল ট্রেনে ছাবেদ আলি
জেলা সদর যায়,
ভীড়ের মাঝে ভ্যাপসা গরম
নতুন মজা পায়।
/
চাপা-চাপি পারা-পারি
খাচ্ছে ঘামে চুবানি,
বাঁকা হবার নাইতো সুযোগ
হাঁটুর তলে চুলকানি।
/
কোন রকম টানা দিয়ে
একটি হাঁটু চুলকায়,
যার হাঁটু সে চুপ থেকে যায়
কারণ,সে মজা পায়।
/
পরের হাঁটু চুলকানিতে
চুলকানি কি কমে,
রাগের চুটে বাড়ায় গতি
চুলকায় দমে দমে।
/
জোরে ঘসায় হাঁটুওলার
গেল নুনা ছাল,
পুড়ানিতে ভীড়ের মাঝে
দিচ্ছে গালা-গাল।
/
ধমক দিয়ে বলল তারে
এমন করছ কে,
ও তাই তো কই এত চুলকায়ে
আরাম পাইনে যে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...