আজ আবার স্কুলে যাবার জন্য ইচ্ছে হচ্ছে......
সকাল সকাল জলদি উঠে গোসল করতে ইচ্ছে হচ্ছে...
স্কুলড্রেস পড়েতে খুব ইচ্ছে হচ্ছে...।
আজ আবার... লাইনে দাঁড়িয়ে এসেম্বলি ক্লাস করার ইচ্ছে হচ্ছে
অন্যজনকে ধাক্কা দিয়ে দৌড়ে আগে গিয়ে ক্লাসে ঢুকে পড়তে ইচ্ছে হচ্ছে...
ক্লাস পিড়িয়ড চলাকালীন সামনের বেঞ্চের কল্লোল আর উত্তমকে লুকিয়ে চক মারার ইচ্ছে হচ্ছে...
হোমওয়ার্ক না করে অনেক মিথ্যা বাহানা বানাতে ইচ্ছে হচ্ছে...
পিছনের বেঞ্ছে বসে লুকিয়ে কার্টুন আকার ইচ্ছে হচ্ছে...
ব্ল্যাকবোর্ডে কালাম স্যারের ব্যাঙ্গ চিত্র আকতে এবং পরে উনার হাতে কানমলা খেতে খুব ইচ্ছে করছে...।
স্কুলের পিছনে পেঁপে গাছের আধপাকা পেঁপে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে...
আজ আবার... ধর্ম ক্লাস বাদ দিয়ে ঘুমাতে ইচ্ছে হচ্ছে...
আজ আবার মকবুল স্যারের বাংলা ক্লাশ করতে ইচ্ছে হচ্ছে...
আতিয়ার স্যারের ক্লাশে, কয়েকজন একসাথে কান ধরে বাহিরে দাড়িয়ে থাকতে ইচ্ছে করছে...
কাউকে দেখে মুচকি হাসতে খুব ইচ্ছে হচ্ছে...
সারাদিন বেপরোয়া দুষ্টুমি করতে ইচ্ছে হচ্ছে...।
ছুটির ঘন্টা শুনার অপেক্ষায় বসে থাকতে ইচ্ছে হচ্ছে...।
আজ আবার... ঐসব বন্ধুদের সাথে কথা বলা, লড়াই ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে...
সবকিছু ভুলে ঝাকানাকা হয়ে যেতে ইচ্ছে হচ্ছে...
আজ আবার স্কুলে যাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে...
No comments:
Post a Comment