Tuesday, 21 July 2020

একা থাকার সুবিধা

১.
তুমি যদি একা থাকো তাহলে তুমি যখন ঘুমাতে যাবে তখন ভুত এসে তোমার বাসার খালি চেয়ারে বসে থাকবে।
*
২.
যদি তুমি একা বোধ করো তাহলে আলো নিভিয়ে দিয়ে একটা ভুতের ছবি দেখো, তখন অনুভব করবে যে কেউ একজন তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তোমার আর একা বোধ হবে না।
*
৩.
পান্ডা বিষণ্ণ বোধ করলে কিছুক্ষণ একাকী বসে থাকে।
*
৪.
তুমি যদি এক্সট্রোভার্ট বা ইনট্রোভার্ট না হও তাহলে তুমি অ্যামবিভার্ট। মানে হলো তুমি সামাজিক আড্ডা পছন্দ করো আবার একাকী নিরিবিলি মুহূর্তটাও উপভোগ করো।
*
৫.
যখন অনেক লোক একসাথে একটা দুর্ঘটনা দেখে, তখন কেউ একজন আক্রান্ত ব্যক্তিটির সাহায্যে এগিয়ে আসার সম্ভাবনা কমে যায়। এটাকে বলে বাইস্ট্যান্ডার ইফেক্ট।
*
৬.
যখন তুমি রাত ২টা থেকে ৩টায় বিনা কারণে ঘুম থেকে জেগে ওঠো, ৮০% সম্ভাবনা কেউ একজন তোমার দিকে তাকিয়ে আছে।
*
৭.
বই পাঠের গভীরে ডুবে যেতে পারলে আর তুমি একা বোধ করবে না।
*
৮.
ইঁদুরও মানুষের মতো সামাজিক প্রাণী। একটু দীর্ঘক্ষণ ইঁদুর একা থাকলে বিষণ্ণ হয়ে পড়ে।
*
৯.
তুমি যদি বাড়িতে একা থাকো, প্রায়ই শুনতে পাবে যে অন্য কক্ষে কী যেন পড়ে গেল।
*
১০.
সিংহ রাশির মানুষ যখন খারাপ মুডে থাকে তখন তাকে একাকী থাকতে দাও নতুবা সে তোমাকে পাত্তা দেবে না ও কথাই বলতে চাইবে না।
*
১১.
সিংহ রাশির মানুষ যখন একাকী থাকে বুঝতে হবে তার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে নতুবা সম্প্রতি সম্পর্ক ভেঙ্গে গেছে।
*
১২.
তুমি যদি সম্পূর্ণ নির্জন, আশে পাশে জনমানবহীন এক বাড়িতে জোর শব্দেও পর্নো দেখো, তুমি কিন্তু ভয় পাবে ।
*
১৩.
সুইজারল্যান্ডে তুমি মাত্র ১টা গিনিপিগ পুষতে পারবে না, সেটা অবৈধ। কারণ গিনিপিগ সামাজিক প্রাণী, তাকে দলেবলে পুষতে হবে নতুবা ধরা হবে তুমি গিনিপিগকে নির্যাতন করছো।
*
১৪.
নবজাতক শিশুর কান্না কুকুর সহজেই শুনতে পায় ও খুব দ্রুত তার জবাব দেবেই।
*
১৫.
তুমি যখন একা ও নি:সঙ্গ তখন কাউকে মিস করাটা খুবই স্বাভাবিক কিন্তু তুমি অনেক ব্যস্ততা আর ভিড়েও কাউকে মনে করো সেটাই আসল।
*
১৬.
*
( বোনাস )
যখন তুমি বাড়িতে সম্পূর্ণ একা:
----------------------------------------
ক. তর্জনী দিয়ে ইচ্ছে মতো কান খুঁচিয়ে নেবে ও কানের ময়লা
পরিস্কার করে নেবে।
*
খ. কমপক্ষে ১০ টা সেলফি নেবে আর ভাববে মেক আপ ছাড়াও আমি কতো ফ্রেশ।
*
গ. আয়নার সামনে দাঁড়িয়ে যা খুশি অঙ্গভঙ্গি করবে।
*
ঘ. ময়লা অন্তর্বাস, মোজা এসব হাবিজাবি নাকের কাছে এনে লন্ড্রির ব্যবস্থা করো।
*
ঙ. এই সুযোগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট পার্টস দেখে নিতে পারো।
*
চ. যে আঙ্গুলে দিয়ে কান খোঁচাওনি, সে আঙ্গুলে দিয়ে বয়াম খুলে আচার, নিউটেলা বা পিনাট বাটার চুকচুক করে খেতে পারো।
*
ছ. স্ল্যামডগ মিলিয়নার ছবির ‘জয় হো’ গানটা ছেড়ে দিয়ে নাচতে পারো। এই নাচটা তোমার মন ভালো করে দেবে অথবা জেনিফার লোপেজের ‘ওয়েটিং ফর টু নাইট’।
*
জ. ল্যাপটপ খুলে জোরে একটা চিৎকার করতে পারো।
*
ঝ. দরজা খুলেই বাথরুম করো ও সফল একটা বাথরুম শেষ করে তৃপ্তির ‘ আহ’ করো।
*
ঞ. কেউ যেহেতু শুনছে না, সশব্দে গ্যাস ছাড়তে পারো।
*
ট. বেসুরো গলায় মনের সুখে গলা ছেড়ে গান গাইতে পারো।
*
ঠ. নিজের এলোমেলো ড্রয়ারটা গোছাতে পারো।
*
ড. শব্দ করে চা খাও, শব্দ করে হাপুস হুপুস খাবার খাও ও খেয়ে শব্দ করে ঢেকুর তোলো।
*

এবং
ঢ. নিজের পছন্দের গানটা ১০০ বার শোনো।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...