Saturday, 21 April 2018

ক্রিমিনাল সাইকোলোজিতে একটা কথা আছে, খুনি সব সময় খুন করার স্পটে ফিরে আসে নস্টালজিক হতে

তুমি যখন প্রথমবারের মত অধিকার নিয়ে কারো শরীরে হাত রাখবে; পৃথিবীর সবাইকে জানিয়ে চুমো খেয়ে উত্তেজনা বোধ করবে তখন হঠাৎ করে একটা ফেলে আসা মানুষের কথা তোমার মনে পড়বে। তার চোখের যে চাহনিটা তোমার মাথায় গেঁথে আছে; সেই চাহনিটাই কিছুসময়ের জন্য বাধা দিবে শরীরের উত্তেজনা গুলোকে।
তোমার সামনের মানুষটিকে তুমি এই ব্যাপারটি বুঝতে দিবে না। এবং সেও তোমাকে বুঝতে দিবে না। তোমাকে স্পর্শ করার মুহূর্তে তারও নিশ্চয়ই এরকম কোন ফেলে আসা মানুষের কথা মনে পড়েছিল। যার মুখের অবয়ব কিছু সময়ের জন্য যৌনতাকে রুখে দিয়ে নষ্টালজিক করে দিবে।
ক্রিমিনাল সাইকোলোজিতে একটা কথা আছে, খুনি সব সময় খুন করার স্পটে ফিরে আসে নস্টালজিক হতে। দশ বছর বিশ বছর পর হলেও সে একদিন আসবেই আসবে।
এক কালে শত নিঃসঙ্গতার রাতে কথা দেয়া মানুষটাকে রেখে যখনি অন্য কাউকে চুমো খাবে তখনি একটা খুন করার গ্লানিবোধ থামিয়ে দিবে যৌনতা...
কেউ জানবে না... শুধু তুমি জানবে। তুমি একা না। তুমি যেমন এই কথা গুলো কাউকে বলতে পারো না তেমনি অন্যরাও পারে না।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...