Tuesday 11 June 2019

জীবনে ঠিক কতটা টাকার প্রয়োজন তা আগে দুজনে মিলে ঠিক করে নিতে হয়।

জীবনে ঠিক কতটা টাকার প্রয়োজন তা আগে দুজনে মিলে ঠিক করে নিতে হয়। অপরিমিত আয় ও অপরিমিত ব্যয় দুটোই ক্ষতিকর। সুখী হতে টাকা যেমন অপরিহার্য, টাকা সুখ কেড়েও নেয়। টাকা দিয়ে সুখ অর্জন করুন, সুখ বিকিয়ে টাকা আনবেন না।
একটা সংসারকে অর্থনৈতিক ভাবে সচল রাখার যে মানসিক দুশ্চিন্তা স্বামীকে করতে হয়, স্ত্রীরা অতটা করেন না কখনো, কর্মজীবী হলেও। স্বামীর সেই অবদানকে সম্মান দিতে জানা উচিত স্ত্রীদের। আবার স্ত্রীকে খাওয়াচ্ছি পরাচ্ছি এই পুরুষালি অহংকারও খুব ক্ষতিকর সংসারে। পরিশেষে একটাই কথা, পারস্পরিক অবদানকে সম্মান করা, পরস্পরকে বোঝা, যেকোনো মানসিক টানাপোড়েনে হুট করে ভাঙনের পথে না হেঁটে ধৈর্য ধারণ করাই একটা সংসারকে বাঁচিয়ে রাখতে পারে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...