ধনীরা কোন
কাপড় পছন্দ হলে কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগের দিকে তাকায় কাপড়টির প্রাইস
জানার জন্য। মধ্যবিত্তরা তাকায় বাজেট মেলাবার জন্য। তারও নিচের সারীর লোকেরা তাকিয়ে ভাবে - পরের বছর এরকম একটি কিনেই ফেলবে। গরীবেরা
তাকায় একদম শূন্য চোখে।
ফিক্সড প্রাইসের দোকান গুলোতে কিছু একটা পছন্দ করার আগেই দেখবেন একজন সেলসম্যান আপনার পাশে এসে দাড়াবে। একটি কাপড় পছন্দ হওয়া মাত্রই আপনি যখন প্রাইস ট্যাগের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে দীর্ঘশ্বাস ফেলছেন তখন সেলসম্যানও আড়চোখে আপনার চোখের দিকে তাকিয়ে গোপন শ্বাস ফেলছে। সিসি ক্যামেরায় এসব ধরা পড়ে না।
কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগ স্টিকার টি মনে করিয়ে দেয় বাংলাদেশ নামে দেশটি আসলে ষোল কোটি গল্পের এক রচনাসমগ্র। কোন গল্পই আপনি এক বসাতে শেষ করতে পারবেন না। থেমে থেমে চোখ ভিজে উঠবে। কান্না পাবে। খুব কান্না পাবে।
ফিক্সড প্রাইসের দোকান গুলোতে কিছু একটা পছন্দ করার আগেই দেখবেন একজন সেলসম্যান আপনার পাশে এসে দাড়াবে। একটি কাপড় পছন্দ হওয়া মাত্রই আপনি যখন প্রাইস ট্যাগের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে দীর্ঘশ্বাস ফেলছেন তখন সেলসম্যানও আড়চোখে আপনার চোখের দিকে তাকিয়ে গোপন শ্বাস ফেলছে। সিসি ক্যামেরায় এসব ধরা পড়ে না।
কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগ স্টিকার টি মনে করিয়ে দেয় বাংলাদেশ নামে দেশটি আসলে ষোল কোটি গল্পের এক রচনাসমগ্র। কোন গল্পই আপনি এক বসাতে শেষ করতে পারবেন না। থেমে থেমে চোখ ভিজে উঠবে। কান্না পাবে। খুব কান্না পাবে।
No comments:
Post a Comment