বলা যত সহজ করা তত কঠিন এই কথাটি প্রায়ই
আপনার
সামনে
ছুঁড়ে
দেয়া হয় যাতে আপনি শুরুতেই
ভয় পেয়ে যান এবং শুরু না করতেই
ছেড়ে দেন।
এটা দুর্বলদের
কথা।
যে নিজে কিছু জানে না ও পারে না সে আপনাকেও
কিছু জানতে
বা করতে দিবে না – এটাই এখানে
নিয়ম।
যে কোন কিছু অর্জন
করা সহজ - এটা কে বলেছে? অবশ্যই
কঠিন, কঠিনকে
জয় করাই হল আসল চ্যালেঞ্জ।
যেটা সহজে পাওয়া
যায় তাকে অর্জন
বলে না এবং সেই অর্জন
ধরে রাখার
বা রক্ষা
করারও
কোন তাগিদ
থাকে না।
আপনি যখন সফল অবশ্যই
তখন তা বলা খুব সহজ।
সমালোচনা
করছে, করতে দিন।
ভাবা শুরু করুন আপনার
জীবনের
পরিবর্তন
শুরু হয়ে গেছে, যা আপনি দেখার
আগে তারা দেখে ফেলেছে।
এবার শুধুই
এগিয়ে
যাবার
পালা।
লেগে থাকুন, জয় হবেই।
No comments:
Post a Comment