মাঝে মাঝে তুমি অনেক কস্ট পাবে যখন...
শুরুতে কস্টতে, চিৎকার করে কাঁদতে থাকবে, তারপর আস্তে আস্তে তোমার মন খারাপের কথা টা
কাউকে বলার চেস্টা করবে,কাউকে না পেয়ে নিজের মাঝে নিজে গুটিয়ে যাবে, লাশ হিসেবে বেঁচে
থাকবে, depression শকুনের মতো খাবে আর ভেতরটা তোমার শেষ করে দিবে...কারো তোমার কসটে
কিছু আসবে যাবে না, তোমার অভিমান করে নিজেকে শেষ করে দিতে মন চাইবে খুব,... কিন্তু
তারপর ও তুমি হাল ছাড়বে না...তারপর কি হবে,জানো??? আস্তে আস্তে তুমি চুপ হয়ে যাবে,তোমার
যে মুখ থেকে বুলেট এর মতো কথা বের হতো সেটি অফ হয়ে যাবে,তোমার শতশত রাতের কান্নার সাক্ষী
হবে মোবাইলের গ্যালারী নাহয় ফেসবুকের ইনবক্স কিংবা তোমার সাদা নরম বালিশ টা.... তোমার কলিজা টা মোচড় দিতে থাকবে আর নিজেকে তুমি
নিজেই সামলে নিতে পারবে না, কেঁদে কেটে নিজেকে আর ছোট করবে; এটার মানে কি জানো??? Result কাছের মানুষটির অবহেলার বোঝা টানতে টানতে তোমার ভেতরটা পঁচন ধরেছে। যার
জীবানু তোমার শরীরে ডিপ্রেশন আকারে ছড়িয়ে পড়েছে। এখন তো নিজের দিকে তাকাও। তুমি আজ
ঘুমাতে পারোনা , অসুসথ হচছো, তোমার রোগের কারণও যে সেই জীবানুগুলো তুমি জানো না। মেমোরী লস, Kidney, lungs, thyroid, hormonal
disorder সবই তৈরি করে..ঔষধ কি তোমার ভেতরের পেইন damage কে ভাল করতে পারবে???? কোনভাবেই
না, আরো শরীর শেষ হবে.. counseling &
training নিন যেটি আপনার ভেতরের দশ বছরে রাখা পেইনও হিল করে দিবে নিমিষেই ...কারণ,
সেগুলো আপনাকে ডেমেজ করে ফেলছে।
No comments:
Post a Comment