Tuesday 11 June 2019

পেছন ফিরে না তাকিয়ে সামনের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সাফল্য আপনার আসবেই।

হরিণ এক লাফে ২৩ হাত যায়, আর বাঘ ২০ হাত । তবুও হরিণটি বাঘের শিকারে পরিনত হয় কেনো জানেন ? কারন হরিণটি ছুটবার সময় বার বার পিছনে তাকিয়ে দেখে বাঘটি পিছনে আছে কিনা; যার ফলে তার গতি কমে যায়। কিন্তু বাঘটি অবিরাম তার সামনের লক্ষেই ছুটতে থাকে;এইতো আরেকটু গেলেই হরিণটাকে ধরে ফেলবো। যার ফলে তার গতি আরো বেড়ে যায়। এভাবেই একটা সময় বাঘটা তার লক্ষ্যে পৌছে হরিনটিকে শিকার করে ফেলে। ঠিক তেমনি আপনার জীবনের লক্ষ্যে পৌছানোর সময় অনেক বাধা আসতে পারে, কিন্তু পেছন ফিরে না তাকিয়ে সামনের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সাফল্য আপনার আসবেই।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...