প্রায়ই দেখবে তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা সব কিছু ভুলে যেতে চায়। কেউ তাকে রেখে চলে গেছে। এখন সব কিছু ভুলে যেতে চায়। সে কী করবে?
ভুলে যাবার নিয়ম কী ?
মজার ব্যাপার হল ইচ্ছে করলেই তুমি কোন কিছু মনে রাখতে পারবে ; তবে ইচ্ছে করলেই কোন কিছু ভুলে যেতে পারবে না...
আমার সাজেশন হল কাউকে অথবা কোন কিছু ভুলে যেতে চাইলে সেটা ' ভুলে যেতে চাই' এরকম কোন সিদ্ধান্তে আসার প্রয়োজন নেই।
' ভুলে যেতে চাই' শব্দ গুলোই তাকে মনে করিয়ে দিবে !!!
কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে। মানুষ যতটা না কষ্টের কথা ভেবে কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় আনন্দের কথা ভেবে।
একদিন সকালে দুজন হেসেছিলে অনুরাগ হোটেলে, একদিন সন্ধায় দুজন জড়িয়ে ছিলে আড়ংএর সামনে।আনন্দের দিন গুলোই প্রথমে মনে আসবে।
এক সময় তোমার মনে হবে তাকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারবে না...মজার ব্যাপার হল সম্পর্কের শুরুর দিকে মানুষের মস্তিষ্ক যে অবস্থায় থাকে সম্পর্কের শেষের দিকে প্রায় একই অবস্থায় থাকে...
.
একই গান বার বার শোনা; সারাদিন শুয়ে থাকা ; শুয়ে শুয়ে তার কথা ভাবা; রাতে জেগে থাকা। বুকের মাংস পেশী ডুব ডুব করে কাঁপুনি দিবে। খিঁচুনি দিবে। এই ব্যাপার গুলো দুটি সময় ঘটে। যখন মানুষটি কাছে আসে এবং যখন চলে যায় !!!
কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে।
তবুও প্রতিদিন খিদে পেলে তুমি নাস্তা করবে। বন্ধুরা এলে দু দিন দেখা কর নি; তৃতীয় দিন গিয়ে ঠিকই দেখা করবে। ফ্যামিলির সবাইই মিলে কক্সবাজার গেলে তুমিও সাথে যাবে।
এইসব ছোট ছোট কাজ গুলোই তাকে ভুলিয়ে দিবে...
রাস্তা পার হবার সময় সে কিছুটা এগিয়ে ডান হাতে গাড়ি থামিয়ে বা হাতে তোমাকে ধরে কেমন করে যেন পার হত। মাঝের আইলনে উঠার আগে আশির দশকের নায়কের মত হাত বাড়িয়ে দিত তোমার দিকে।
সে চলে যাবার পর তুমি নিজেই রাস্তা পার হবে। উঁচু আইলনে তোমাকে অনায়াসে উঠতে হবে। একবার... দুবার... বারবার... তারপর একসময় তাকে ছাড়া থাকাটা অভ্যাসে পরিণত হবে।
একদিন রাতে ঘুমানোর আগে দেখবে অন্য কারো কথা মনে আসছে। তোমার আনকনসান্স মাইণ্ড যা চিন্তা করে তার দশ ভাগও তুমি জানো না।
একদিন দেখবে নিচের ঠোঁট উল্টিয়ে আদর করে তাকে যে নামে ডাকতে; একই ভাবে অন্য কাউকে ডেকে ফেলছো।
ইচ্ছে করে না; সচেতন ভাবে না; এই ভুল গুলো তুমি বার বার করবে। কেউ জানবে না; শুধু তুমি জানবে। বুকের মাংস পেশী ডুব ডুব করে কাঁপুনি দিবে। খিঁচুনি দিবে।
ভুলে যাবার নিয়ম কী ?
মজার ব্যাপার হল ইচ্ছে করলেই তুমি কোন কিছু মনে রাখতে পারবে ; তবে ইচ্ছে করলেই কোন কিছু ভুলে যেতে পারবে না...
আমার সাজেশন হল কাউকে অথবা কোন কিছু ভুলে যেতে চাইলে সেটা ' ভুলে যেতে চাই' এরকম কোন সিদ্ধান্তে আসার প্রয়োজন নেই।
' ভুলে যেতে চাই' শব্দ গুলোই তাকে মনে করিয়ে দিবে !!!
কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে। মানুষ যতটা না কষ্টের কথা ভেবে কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় আনন্দের কথা ভেবে।
একদিন সকালে দুজন হেসেছিলে অনুরাগ হোটেলে, একদিন সন্ধায় দুজন জড়িয়ে ছিলে আড়ংএর সামনে।আনন্দের দিন গুলোই প্রথমে মনে আসবে।
এক সময় তোমার মনে হবে তাকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারবে না...মজার ব্যাপার হল সম্পর্কের শুরুর দিকে মানুষের মস্তিষ্ক যে অবস্থায় থাকে সম্পর্কের শেষের দিকে প্রায় একই অবস্থায় থাকে...
.
একই গান বার বার শোনা; সারাদিন শুয়ে থাকা ; শুয়ে শুয়ে তার কথা ভাবা; রাতে জেগে থাকা। বুকের মাংস পেশী ডুব ডুব করে কাঁপুনি দিবে। খিঁচুনি দিবে। এই ব্যাপার গুলো দুটি সময় ঘটে। যখন মানুষটি কাছে আসে এবং যখন চলে যায় !!!
কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে।
তবুও প্রতিদিন খিদে পেলে তুমি নাস্তা করবে। বন্ধুরা এলে দু দিন দেখা কর নি; তৃতীয় দিন গিয়ে ঠিকই দেখা করবে। ফ্যামিলির সবাইই মিলে কক্সবাজার গেলে তুমিও সাথে যাবে।
এইসব ছোট ছোট কাজ গুলোই তাকে ভুলিয়ে দিবে...
রাস্তা পার হবার সময় সে কিছুটা এগিয়ে ডান হাতে গাড়ি থামিয়ে বা হাতে তোমাকে ধরে কেমন করে যেন পার হত। মাঝের আইলনে উঠার আগে আশির দশকের নায়কের মত হাত বাড়িয়ে দিত তোমার দিকে।
সে চলে যাবার পর তুমি নিজেই রাস্তা পার হবে। উঁচু আইলনে তোমাকে অনায়াসে উঠতে হবে। একবার... দুবার... বারবার... তারপর একসময় তাকে ছাড়া থাকাটা অভ্যাসে পরিণত হবে।
একদিন রাতে ঘুমানোর আগে দেখবে অন্য কারো কথা মনে আসছে। তোমার আনকনসান্স মাইণ্ড যা চিন্তা করে তার দশ ভাগও তুমি জানো না।
একদিন দেখবে নিচের ঠোঁট উল্টিয়ে আদর করে তাকে যে নামে ডাকতে; একই ভাবে অন্য কাউকে ডেকে ফেলছো।
ইচ্ছে করে না; সচেতন ভাবে না; এই ভুল গুলো তুমি বার বার করবে। কেউ জানবে না; শুধু তুমি জানবে। বুকের মাংস পেশী ডুব ডুব করে কাঁপুনি দিবে। খিঁচুনি দিবে।
No comments:
Post a Comment