Wednesday 18 August 2021

শুক নদী

 


শুক নদী বা সোজ নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার, গড় প্রস্থ ৩৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ছোট সোজ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১১৩

বাংলাদেশের উত্তরাংশের ঠাকুরগাঁও সদর উপজেলার পাটিয়াডাঙ্গি হাট সংলগ্ন বিল হতে উৎপন্ন হয়ে ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদীতে মিলিত হয়েছে এই নদীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার প্রস্থ ২০ মিটার এবং গভীরতা . মিটার নদী অববাহিকার আয়তন ১০০ বর্গকিলোমিটার

শুক নদী বাঁকের আধিক্যের কারণে খুব ভাঙ্গন প্রবণ বুড়িবাঁধ সেচ প্রকল্প রয়েছে এই নদীতে এই নদীতে ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেই প্রায় ১০০ বর্গকিলোমিটার অববাহিকা অঞ্চল অত্যন্ত উর্বর, তাই ফসলও ভালো জন্মে

নদীর গতিপ্রবাহ সারা বছরই থাকে এই নদীতে এপ্রিল মাসে কম প্রবাহ থাকে তখন প্রবাহের পরিমাণ .৯০ ঘনমিটার/ সেকেন্ড হয় এবং পানির গভীরতা থাকে . মিটার জুলাই আগস্টে প্রবাহের পরিমান বৃদ্ধি পেয়ে .২৫ ঘনমিটার/ সেকেন্ড দাঁড়ায় শুক নদীতে জোয়ার-ভাটা হয় না এই নদীর তীরে ঠাকুরগাঁও শহর অবস্থিত

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...