হুরাসাগর নদী বাংলাদেশের উত্তরাংশের সিরাজগঞ্জ জেলা, পাবনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার, প্রস্থ ৬০ মিটার এবং গভীরতা ৭ মিটার। নদী
অববাহিকার আয়তন ৩০০ বর্গকিলোমিটার।
বগুড়া নগরবাড়ি পাকা সড়ক
থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত
তিনটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হচ্ছে শাহজাদপুর দরগাহ মসজিদ, হযরত মখদুম শাহদৌলার মাজার এবং শামসুদ্দিন তাবরিজির মাজার।
No comments:
Post a Comment