Wednesday, 18 August 2021

সোনাই নদী

 


নদীটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, প্রস্থ ২৫০ মিটার যা মনতলায় পরিমাপকৃত এবং গভীরতা মিটার সোনাই নদীর অববাহিকার আয়তন ১২০ বর্গকিলোমিটার নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে তবে জোয়ারভাটার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এই নদী তবে বর্ষায় সাধারণত দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে থাকে কিন্তু শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ দারুণভাবে কমে যায় কারণ বাংলাদেশের সীমানা পেরিয়ে ত্রিপুরার তেলিয়াপাড়া শহর তার পার্শ্ববর্তী এলাকায় ভারত পানি প্রত্যাহার করে নেয়

সোনাই নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর এটি মাধবপুর উপজেলার খাস্তি নদীতে পড়েছে মাধবপুর নদীবন্দর এই সোনাই নদীর তীরে এই নদী অববাহিকার চৌমুহনীতে রয়েছে এলজিইডি' একটি রাবার ড্যাম প্রকল্প এবং বহড়াতেও আছে অনুরুপ প্রকল্প 


No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...