Wednesday 11 August 2021

দেওনাই নদী বা চাড়ালকাটা নদী বা যমুনেশ্বরী নদী

 


দেওনাই নদী বা চাড়ালকাটা নদী বা যমুনেশ্বরী নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী  নদীটি বাংলাদেশের নীলফামারী রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় নদীটির দৈর্ঘ্য ১১৬ কিলোমিটার, গড় প্রস্থ ৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৭  যমুনেরী নদী অববাহিকার আয়তন ৭০০ বর্গকিলোমিটার প্রাচীন বরেন্দ্রভূমির এই অঞ্চল ফসল ফলমূল উৎপাদনেবহুকালবিখ্যাতএইনদীতেকোনোসেচপ্রকল্পনেইযমুনেশ্বরীনদীতেজোয়ার-ভাটারপ্রভাবনেইএবংসাধারণতবর্ষা হলে বন্যা হয়

দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদীটি নীলফামারী জেলার ডোমার উপজেলার কেটকিবাড়ি ইউনিয়ন এলাকার বিলাঞ্চল হতে উৎপত্তিলাভকরেছেঅতঃপরএইনদীরজলধারাডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর তারাগঞ্জ অতিক্রম করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মিলানপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে করতোয়া (নীলফামারী) নদীতে নিপতিত হয়েছে

অতীতে যমুনেশ্বরী নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা হতে উৎপত্তিহয়ে নীলফামারী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করতো তারপর রংপুর এবং দিনাজপুর জেলা এর গতিপথে পড়েছে

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...