Wednesday 11 August 2021

নাগর লোয়ার নদী

 


নাগর নদ বা নাগর লোয়ার নদী বাংলাদেশের একটি নদী এটি আত্রাই উপজেলা এবং সিংড়া উপজেলার সীমানা চিহ্নিত করে প্রবাহিত হয়েছে নাটোর জেলায় এই নদীর দৈর্ঘ্য ২০ কিলোমিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নাগর লোয়ার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৬

নাগর নদ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকায় প্রবাহিত করতোয়া (নীলফামারী) নদী থেকে উৎপত্তিলাভকরেছেতারপরএইনদীরজলধারানাটোরজেলারসিংড়া উপজেলার পৌরসভা পর্যন্ত প্রবাহিত হয়ে আত্রাই (নওগাঁ-নাটোর) নদীর সাথে মিলিত হয়েছে হয়েছে[] নাগর নদ করতোয়া নদীর শাখা নদী নদীটি নাটোর জেলার সিঙ্গারা উপজেলায় আত্রাই নদীর সাথে মিলিত হয়েছে এটি জয়পুরহাটের কালাই উপজেলার অন্যতম প্রধান নদী

বর্ষাকালে পানিতে ভরে যায় শুষ্ক মৌসুমে চার-পাঁচ মাস নদী শুকিয়ে যায় তখন নৌকা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে  অনেক বছর ধরে সংস্কার না করায় নাগর নদটি বর্তমানে তার অতীতের নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...