Wednesday 7 September 2022

শইলকবি পৌত্তলিক

 শইলকবি পৌত্তলিক

পৌত্তলিক?
হ্যাঁ, সে শইলপূজারী।
শইলপূজারী?
সে লিলিথের নাভিতে পূজা দিছে।
সে লিলিথের নাভিতে রক্তলাল গোলাপ রাখে,
মন্ত্রপাঠের সাথে তপ্ত মোম গলিয়ে ফেলতে থাকে
ফুলের চারপাশে, নাভির চারপাশে।
লিলিথের শ্বাস ভারি হয়!
গলন্ত মোম! নাভীর চারপাশে?
হ্যাঁ, মোমের তাপে বেচারি লিলিথ চমকে চমকে ওঠে
যন্ত্রণায়, কাতরায়.. এঁকেবেঁকে যায়..
গোঙানির শব্দে বাতাস ভারি হয়
তৃষ্ণার্ত লিলিথের শুকনো ঠোঁট খরখরে হয়ে উঠে;
জল পিপাসায়, লিলিথ কাতরায়!!
তবুও তার মায়া হয় না। সে বলে তৃষ্ণা বাড়ুক।
নিশ্চিত সে পূর্বজন্মা লুসিফার!
অর্ধচেতন লিলিথের নাভিতে সে শরাব ঢালে,
ফোটায় ফোটায়,
লিলিথ কেঁপে কেঁপে উঠে,
লিলিথ গোঙায়..
সে পান করে। জন্তুর মতো ;
জিহ্বা দিয়ে , ঠোঁট দিয়ে, নাক দিয়ে..
লিলিথ ভেঙেচুরে পড়ে
লিলিথ গোঙায়!!!
কী পান করে?
আমরা দেখি শরাব, সে বলে নাভী।
লিলিথের গোঙানি বাড়তে থাকে
সে গন্ধ শোকে, কুকুরের মতো, ইঁদুরের মতো
ঠোঁট -নাক ঘষতে থাকে নাভীর চারপাশে
লকলকে জিহ্বা দিয়ে চাটে , পান করে
লিলিথের শইল, শরাব, কাম- ঘাম, ঘ্রাণ ।
জান্তব পীড়নে লিলিথের গোঙানি চিৎকারে পরিণত হয়।
গোঙানি বাড়তেই থাকে..
চাপা চাপা,
হাঁসফাঁস
ভাঙা ভাঙা
দম লাগা ,
নেশা নেশা , অবর্ণনীয় উল্লাস!!!
লিলিথের চিৎকারে কেঁপে উঠে জিহোভার আরশ;
ইশ্বরের চেয়ার। ভেঙে পড়ে প্যারাডাইসের সুসজ্জিত পবিত্র গম্বুজ,
ইট পাথর, ঘর বাড়ি, দালান অট্টালিকা, গাছ ঘাস।
অতঃপর
পৌত্তলিক শইলকবিকে নাভীপূজার অপরাধে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...