Wednesday, 7 September 2022

অসমাপ্ত পংক্তিমালা/কোন এক বসন্তে

 অতঃপর

চলে যায় বসন্ত, চলে যায় বাসন্তীরা
শইলে নতুন রৌদ্রের ঘ্রাণ মেখে...।
দ্রোহ আর দহনের অক্ষরে
অসমাপ্ত কিছু পংক্তিমালা
মাঝে মাঝে ভোগাবে, ভোগায়
সময়ে অসময়ে, বেলা - অবেলায়।
বিদায়ী বসন্তে
তবুও বেঁচে থাকে, বেঁচে থাকা ;
নীল আকাশ
সবুজ ঘাস অথবা চন্দ্রমল্লিকার রাত।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...