Wednesday, 7 September 2022

আহা ! শইল।

 মাঝে মাঝে মইরা যাইতে ইচ্ছা করে।যেমন এখন এই শাড়ী পরাটারে দেইখা মইরা যাইতে ইচ্ছা করতাছে।মামা তুমি লেখক হও। অনেক অচোদা লেখকে দেশ ভইরা গেছে। দে ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ফিলিংস, হাউ টু রাইট,

হাউ টু এক্সপ্রেস, শটগান। বারুদ।
শইল -শরাব- উইড ।
কাম। ঘাম। ঘ্রাণ..
"সীমান্ত উত্তপ্ত হচ্ছিলো,
আমি বারুদ চিনতে শুরু করছিলাম.."
আহা ! উত্তাপ।
আমি নগরে আসলাম
নগর উত্তপ্ত হতে শুরু করলো।
আমি শইল চিনতে শুরু করছিলাম।
আহা ! শইল।
তবে শোন।
সেই সব শইলের গল্প।
ইট পাথর কংক্রিট ফুটপাতে
নগরে নগরে,
নাগরিক ভোজসভায়, পানশালায়
চিপা চাপা আন্ধার রাস্তায়
ফেরোমন ছড়িয়ে চলে..
নাগরিক তরুণী।।
আহা! তরুনী।
আমি সেই সব নাগরিক তরুণীর গল্প বলি,
যাদের বোতলভর্তি জোনাকপোকা
কিলবিলিয়ে জ্বলে।
অতঃপর
জোনাকির আলোতে আরো সামনে আগাও..
কিছুদূর অতিক্রম করলে দেখবা নিয়ন আলোর একটা সাইনবোর্ড ঝুলতাছে
লেখা আছে,
কেয়ারফুল! কার্ভ এহেড..

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...