Wednesday, 7 September 2022

প্রার্থনা ! এক ফোঁটা বৃষ্টির


কামার্ত সাপের গন্ধে
পুষ্পমল্লিকা ফোটে হাঁড় হতে হাঁড়ে
প্রেমিক তো শূকর পুরাতন
আর প্রেমিকারা !
প্রাণরসায়নী তারা
শূলদন্ড বরণ করে পাপ ও পূর্ণিমা রাতে।
তপস্যায়
তপোবনে
আমায় অন্ধ কর হে প্রভু
তীরবিদ্ধ চাতক আমি !
চাইনি সমুদ্র সঙ্গম , জলের ভালোবাসা
মরু-খন্ডে চেয়েছি শুধু কয়েক ফোঁটা বৃষ্টি ,
জলের শুশ্রূষা............।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...