নৈঃশব্দ অন্ধকারে মেতে ওঠে কাম
শরীরের গন্ধ ছড়িয়ে পড়ে
এক গলি থেকে অন্য গলিতে
বিছানায় এলিয়ে পড়ে
ধবধবে সাদা ত্বকের স্পর্শ।
দিনের আলোর সবচেয়ে ভদ্র
মার্জিত ব্যক্তিও হিংস্র হয়
কাম পিপাসায় ।
নারীই পৃথিবীর একমাত্র সৌন্দর্য ,
নারীই একমাত্র আনন্দ ,
বেঁচে থাকার আকর্ষণ ।
শরীর জেগে ওঠে সেইসব
মধ্যরাতে ,
যাদের নারী নেই
তাদেরও শরীর জেগে ওঠে ,
নগ্ন নারীদেহ মনে আসে কেবল
কামাতুর ঘোরে ।
শইলকবির মতই
শইল জাগে , মধ্যরাতে
অথবা ভর দুপুরে ।
হে কবি!
কবিতা অথবা নারী
নাকি দুটোই দরকার আজ
শইল জাগাতে ?
তুমি কোন বীর ?
কবিতা নিয়ে পড়ে থাকো
এই মধ্যরাতে
ফেলে নারীর শরীর ?
No comments:
Post a Comment