সব জলেতে হয় না সাধন
হয় না সিদ্ধ পাপী মন।
সমুদ্র,
"রমণীর কাছে কখনো নাবিক বিদ্যার
বড়াই করিয়ো না"
রমণী
কামের পেয়ালা হাতে দেবী আফ্রোদিতি
সমুদ্রসঙ্গমে বিষ আর মধুর চাষাবাদ করে।
প্রাচীন নাবিক,
"রমণীরা সমুদ্রতনয়া
ওখানে কারো চিরস্থায়ী মালিকানার রেওয়াজ নাই "।
কবি
জলসাধক
জলজ পদ্মে সহস্রবছরের প্রাগৈতিহাসিক লিপির অনুবাদ করে।
প্রতি শ্রাবণের ভরা পূর্ণিমায় কবি ও প্রাচীন নাবিক সমুদ্রের কাছে রমণীদের গল্প শোনে।
তাদের সামুদ্রিক শইলের গল্প।
No comments:
Post a Comment