Wednesday, 7 September 2022

জল


সব জলেতে হয় না সাধন
হয় না সিদ্ধ পাপী মন।
জলের তলে জলজ পদ্ম
ডুব দিয়ে তুই দ্যাখ না ক্ষণ।
সমুদ্র,
"রমণীর কাছে কখনো নাবিক বিদ্যার
বড়াই করিয়ো না"
রমণী
কামের পেয়ালা হাতে দেবী আফ্রোদিতি
সমুদ্রসঙ্গমে বিষ আর মধুর চাষাবাদ করে।
প্রাচীন নাবিক,
"রমণীরা সমুদ্রতনয়া
ওখানে কারো চিরস্থায়ী মালিকানার রেওয়াজ নাই "।
কবি
জলসাধক
জলজ পদ্মে সহস্রবছরের প্রাগৈতিহাসিক লিপির অনুবাদ করে।
প্রতি শ্রাবণের ভরা পূর্ণিমায় কবি ও প্রাচীন নাবিক সমুদ্রের কাছে রমণীদের গল্প শোনে।
তাদের সামুদ্রিক শইলের গল্প।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...