Wednesday, 7 September 2022

নাভীপূজার দ্বিতীয় প্রহর

 নাভী পূজার জ্যোৎস্না রাতের দ্বিতীয় প্রহরে

তোমার নাভীমূলের ঘ্রাণে, কুফরী কালাম ফোটে জাদুকরী ঠোঁটে
জ্বলজ্বলে আগুন ঘিরে বিনিদ্র শিকারীর চোখে
ফুটে ওঠে শতফুল। জাদুকর পান করে, ঘোরাতুর হয়
যেন মরুভূমির নিদারুণ তৃষ্ণা বুকে,
চেটে খায় তার ধারালো আদিম জিভে,
যেমনটা শুনেছিল সিংহশিকারের গল্প
পিতামহের আলোক উৎসবের রাতে---
জাদুকরের মন্ত্রপাঠ দ্রুততর হয়।
চাঁদের আলোয় পিতামহের বল্লম ঝলসে উঠে,
সিংহের গলার ঘড়ঘড়ে আওয়াজে
প্রকম্পিত হয়ে ওঠে দূরের লোকালয়;
জাদুকরের স্নায়ুতে ভর করে শিকারী আত্মারা।
জাদুকর মন্ত্র পাঠ করতে থাকে। মন্ত্রপাঠ দ্রুততর হয়..
ধীম ধীম শব্দে দম লাগে নির্জন বনে, অগ্নিশিখারা কাঁপতে থাকে
তোমার নাভীর ঘ্রাণে।
শিকারী সামনে আগায়..।
জাদুকর জ্ঞান হারায়, লুটিয়ে পড়ে তোমার নাভীমূলে।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...