তীব্র
মৃত্যুর মতন।
কাক ডাকা ভোরে পটল ক্ষেতে কাকতাড়ুয়া মেরামতের সময় উত্তরপাড়ার মোরগটি দু'বার ডেকে উঠে।
নগরায়ন
নগরটা বড় হচ্ছিলো
ছলে বলে, কলা কামে, ঘষা ঘামে বড় হচ্ছিলো।
রাতে ইঁদুর বিড়াল বেওয়ারিশ কুত্তাদের মতো
অসভ্য আদমি কালা চিকন লুলা ঝুলা রোগাক্রান্তদের
ঘাম, মুত, রক্ত, বমি, লাশ আর আত্মা পরিষ্কারে এক্সট্রা শিফট চালাচ্ছিল নাগরিক নগর সভা।
যাপিত জীবন
লোকাল ট্যাবলয়েডের হকার চিকু রবিনের
আস্তানায় সেদিন ঘটেই গেল অঘটনটা।
ওইযে সেই চিকু রবিন! গতবার যার সিফিলিস হয়েছিল, ট্যাবলয়েডের বিক্রি বেড়ে গেলো চারগুণ। গুনগুন কানাকানি শেষে, গোপনে স্বীকার করে, জীবনে একবারই সে রাষ্ট্রীয় ভবন চুদেছিলো কনডম ছাড়া।
বমন প্রতিরোধী ও পরিষ্কার সংক্রান্ত উচ্চ ক্ষমতার এক্সট্রা শিফটের বুদ্ধিজীবী স্যার সুখময় আচারী অযথায় জড়িয়ে গেলো চিকু রবিনের সাথে বাহাসে। শিল্প সাহিত্য, যৌনরোগ, ভায়াগ্রা, কালচার, ট্র্যাডিশনের তীব্র যুদ্ধ শেষে চিকু রবিন একটি রাজনৈতিক আলাপে ব্যক্তিগত আক্রমণ করে বসে। নাগরিক, অনাগরিক, সুনাগরিক, কু-নাগরিকের মতো মানব আদমির ক্যাটাগরি অনুসারে যেহেতু ভিন্ন ভিন্ন শ্রেণীর ভায়াগ্রা পারমিটেড। তাই তার সেক্স পারসেপশন আর সুখময়ের সেক্স পারসেপশন এক না। সে তার দাঁতে খিলান দিতে দিতে খিলখিলিয়ে বলে, এককালে তার সিফিলিস হইলেও সেই সুখস্মৃতি তার অমর। মৃত্যু ও রাষ্ট্রীয় ভবন কনডম ছাড়া চোদার মধ্যবর্তী ভ্রমণের উপ্রে একটা দলিল সে লিখবেই।
গোপন খবর
গুলিবিদ্ধ চিকু রবিনের লাশের চারপাশে রক্ত ছিল।
জমাট বাধা সব রক্ত, শুধু রক্তের রঙ হলুদ ছিল।
সমতায়ন
কনডম ও সিফিলিসের প্রবাবিলিটির উপ্রে শতবছরের গবেষণা শেষে নগরের সায়েন্স একাডেমী একদিন ঘোষণা করলো, কনডম একটি ডাইনামিক গণিত। কৃষিবিজ্ঞানীরা পটল আর সূর্যমুখীর বিচির মধ্যে মিল খুঁজে না পেলেও কৃষকেরা একমত যে, ভেজে খেলে পটল ও সূর্যমুখী, দুটোর বিচিতেই পটাশ পটাশ শব্দ হয়।
"লাল টুকটুক ঝুঁটিওয়ালা, উত্তরপাড়ার বেহায়া মোরগ
সূর্যমুখীর চাক -চাক বুক ও তার বুক ভর্তি প্রলাপ "।
আপনে বলবেন বাকোয়াজ মশাই, গোপন বটে অতটা তীব্র না। আমি বলবো, মোরগটিকে অবশ্যই দ্বিতীয়বার ডাকতে হবে। তবেই সে কনডম ছাড়া লাগাবে। আপনার মুখ বলবে ইরোটিক, আপনার মগজের সফটওয়্যার বলবে কনডম একটি ডাইনামিক গণিত, আপনার বিচি দুইটা ফিসফিসিয়ে বলবে সিফিলিস। এতো তীব্রতা আপ্নে নিতে পারবেন না।
আপনারা যারা স্ট্রেইট, বাইসেক্সুয়াল ট্রাইসেক্সুয়াল না, সিদা আলিফের মত সোজা, তারা বলবেন কনডম ছাড়া লাগালাগি আমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিবো না কারণ কনডম ছাড়া লাগানোর কসমিক অধিকার সংক্রান্ত জটিলতার পর প্রাণী আর অ- প্রাণী লাগানোর ন্যারেটিভে আপনার আলিফ ধ্বজভঙ্গের মতো কেলিয়ে যাবে।আর আপনারা যারা লাস্ট স্ট্যান্ড ডিফেন্স, ফুল-টাইম পার্ট টাইম মগজের পবিত্র ধোপাদার, ন্যাশ ইকুলিব্রিয়ামের দিব্যি দিয়া বলবেন চিকু রবিন এনার্কিস্ট, এন্টি মোরাল। তাই বলে রাষ্ট্রীয় ভবন! কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটা ডিপ স্টেট ম্যাটার। চিকু রবিন কে ভুলে যান, ওটা এনভায়রনমেন্টাল মিউট্যান্ট। নগরের লগবুকে চিকু রবিন বলে কেউ ছিলনা। কেউ নাই। আপনে বরং শইলকাব্যে ফিরে যান।
পটলচাষীর ক্ষেতগুলানে
কাকতাড়ুয়া জ্যান্ত হলে
সূর্যমুখী ফোটে।
গোপন
তীব্র
মৃত্যুর মতো;
সূর্যমুখীর বুক ছিল, আর তার বুকজুড়ে আলাপ।
No comments:
Post a Comment