প্রার্থনায় :
জিজ্ঞাসায় :
দংশিয়াছে সাপে,
দংশিয়াছে পাপে ;
পূর্বজন্মের পাপে
এই জন্মে নিয়তির শাপে ।
প্রত্যাশায় :
তবুও রমণী তুমি , চুষে নাও বিষ যত
জমেছে জন্মান্তরের স্রোতে ।
অতঃপর রমণী চলে গেছে
আরো বিষ ঢেলে, রমণীর আবেশে......।
বিষগ্রস্ত কবি তবু ছুটে চলে
অসমাপ্ত পঙক্তিমালার পথে।।
No comments:
Post a Comment