Wednesday 7 September 2022

ক ন ফে শ ন ২.

 প্রার্থনায় :

দংশিবে যত দংশাও ,
তবুও নীরব থেক না রমণী!
আমি এক চারণ কবি , জানি
তবুও রমণের ছন্দ জানি ।
জিজ্ঞাসায় :
দংশিয়াছে সাপে,
দংশিয়াছে পাপে ;
পূর্বজন্মের পাপে
এই জন্মে নিয়তির শাপে ।
প্রত্যাশায় :
তবুও রমণী তুমি , চুষে নাও বিষ যত
জমেছে জন্মান্তরের স্রোতে ।
অতঃপর রমণী চলে গেছে
আরো বিষ ঢেলে, রমণীর আবেশে......।
বিষগ্রস্ত কবি তবু ছুটে চলে
অসমাপ্ত পঙক্তিমালার পথে।।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...