Wednesday 7 September 2022

একজন চন্দ্রাহত যুবক

 ১. নৈঋতা!

এক অষ্টাদশী যুবতী
প্রতি পুর্ণিমায় যার নাভিতে চন্দ্র অস্ত যায়
সেই জ্যোৎস্নায় যুবতীর নাভিমূলে
সাপ ও পদ্ম একসাথে খেলা করে।
২. একজন চন্দ্রাহত যুবক
প্রতি পুর্ণিমায় গাঙ্গে নামে
টলমলে জলে সে চাঁদ টা গিলে খেতে চায়।
৩. একটা বার্ধক্যগ্রস্থ কাক
ডানাভাঙা শিমুল গাছে
শ্মশান ও গাঙ্গের সাক্ষী বহুকাল।
ভরা পুর্ণিমায় যুবতীর গাঙ্গে জোয়ার আসে
শইল থেকে খসে পড়ে মুঠো মুঠো জ্যোৎস্না।
বাঁকে বাঁকে কোলাহল মেতে ওঠে
জ্যোৎস্না ও বন্য জলের জোয়ার।
মধ্যরাতে চন্দ্রাহত যুবকের ঘোর লাগে নিশির ডাকে;
যুবক ঘর ছাড়ে, যুবক গাঙ্গে নামে ।
বুড়ো কাক ডানা ঝাপটায়।
যুবক আরো গভীরে যায়,
গাঙ্গের, চাঁদের, যুবতীর সুগভীর নাভির।
চন্দ্র ডুবে, জ্যোৎস্না ঘুমায়।
যুবক আরো গভীরে যায়..

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...