সব
পুলিশ খারাপ না’ এদেশে এই বাক্যটি খুব
পরিচিত।
বাক্যটি
আমাদের জন্য খুব লজ্জাজনক! দু একটা ভাল পুলিশ দিয়ে দেশ চালানো যায় না।
পুলিশ নিয়ে আরেকটি বাক্য খুব হিট খেয়েছে। সেটা হল ‘ পুলিশ জনগণের বন্ধু’
এই হাস্যকর বাক্যটি তাদের সন্তানরাও বিশ্বাস করে না; তারা জানে কি করে রিকশা ওয়ালার জামিনের টাকা দিয়ে তাদের স্কুলের বেতন দেয়া হয়।
পুলিশ নিয়ে আরেকটি বাক্য খুব হিট খেয়েছে। সেটা হল ‘ পুলিশ জনগণের বন্ধু’
এই হাস্যকর বাক্যটি তাদের সন্তানরাও বিশ্বাস করে না; তারা জানে কি করে রিকশা ওয়ালার জামিনের টাকা দিয়ে তাদের স্কুলের বেতন দেয়া হয়।
ভাই
রিকশা ওয়ালার পঞ্চাশ টাকা মানে বুঝেন?
কতবার চিকন পা দিয়ে কলিজা ভর্তি শক্তি দিয়ে প্যাডেল মারলে
পঞ্চাশ টাকা আসে জানেন? আমি
একবার শাহবাগ থেকে ধানমন্ডি
৩২ যাবার সময় গুনে দেখেছি।
প্রায় নয়শো’ বার !
বেশ কিছুদিন আগে আমি একজন সাংবাদিককে জানালাম
কাস্টমের ঘুষের ওপর আমি একটা কিছু লিখতে চাই।
শিরোনাম ছিল ‘ স্লামালাইকুম স্যার... দয়া করে একটু ঘুষ নিবেন?’
তিনি হেসে বললেন – এটা কোন নিউজ হল ! ..এই খবর সব্বাই জানে! হা হা
হা
রেলের লাইনে দাড়িয়ে টিকেট পাওয়া যায় না... শুধু ঈদে না... কখনোই পাওয়া যায় না... আশি ভাগ টিকেট রেল কর্মচারীরা আলাদা ভাবে বিক্রী করে দ্বিগুণ দামে...
রেলের লাইনে দাড়িয়ে টিকেট পাওয়া যায় না... শুধু ঈদে না... কখনোই পাওয়া যায় না... আশি ভাগ টিকেট রেল কর্মচারীরা আলাদা ভাবে বিক্রী করে দ্বিগুণ দামে...
এটা এটা কোন নিউজ হল ভাই ! .. এই খবর সবাই
জানে...
দুদিন পর পর দশটি বোতল সহ মাদক সেবনকারীকে না
ধরে কেন দশ কোটি বোতল ওয়ালাকে ধরা হয় না? এই নিয়ে একটা কিছু লিখতে চাই...
সরকারী হাসপাতালে ডাক্তারদের ব্যাবহারে রোগীর
সাথে আসা সুস্থ মানুষটিও রোগী হয়ে বেডে শুয়ে পড়ছে... ভাই এই নিয়ে কিছু করা যায় না?
এই খবর সবাই জানে...
রাস্তার মোড়ে একশ মানুষের সামনে যে ট্রাফিক টাকা
নেয় সেই সংবাদ ছাপানোর অযোগ্য...
বের হলেই দেখা যায়... আবার পয়সা খরচ করে জানতে হবে নাকি!
এই অনিয়ম শুরু হয়েছে তখন থেকে যখন আপনার বয়স ১ দিন...
এই অনিয়ম শুরু হয়েছে তখন থেকে যখন আপনার বয়স ১ দিন...
জীবনের প্রথম দিন হাসপাতালের বেডে শুয়ে আপনি
দেখেছেন কি করে আপনি টাকা দিয়ে বেড পেয়েছেন আর কি করে রহিমের ছেলে শুয়ে
ছিল বারান্দায়...
আপনার বয়স যখন ছয়... স্কুলে যাবার সময় আপনে দেখেছেন কি
করে রকিরা ভর্তি পরীক্ষায় না টিকেও ঘুষ দিয়ে ভর্তি হয়ে গেছে নাম করা
স্কুলে। যে হেডমাস্টার ঘুষ নিয়ে ইলিশ মাছ খায়... সেই মাষ্টার বাচ্চাদের কী
শিক্ষা দিবে আমি জানি না।
ভাই আপনার বাড়িতে পানি আছে? ওয়াসার লাইনে কত টাকা ঘুষ দিয়েছেন বাবাকে
জিজ্ঞেস করে আসুন...
বাসায় গ্যাস আছে তো ? বুঝছি... বাখরাবাদে ও গেছে কিছু পাঁচশ টাকার নোট... ইলেক্ট্রেসিটি ? পিডিবি কে টাকা দেন নি?
বাসায় গ্যাস আছে তো ? বুঝছি... বাখরাবাদে ও গেছে কিছু পাঁচশ টাকার নোট... ইলেক্ট্রেসিটি ? পিডিবি কে টাকা দেন নি?
জমি কিনেছেন? রেজিস্ট্রেশন অফিসে কত দিয়েছেন?
দিবেন না? আহা মশকরা করবেন না।
যখন মোবাইল ছিল না তখন এক লোক ঘুষ ছাড়া টিএনটি
নিতে গিয়ে লাইন পেয়েছিলেন বিশ বছর পর... বিশ বছর মানে বুঝেন? সাপের বিষ থেকেও ভয়াবহ।
গাড়ি কিনেছেন? বিআরটিএ অফিসে গিয়েছেন নিশ্চয়ই...
গাড়ি কিনেছেন? বিআরটিএ অফিসে গিয়েছেন নিশ্চয়ই...
বিচার দিবেন? কাকে? বিচারপতি
আরো বেশি নিবে...
পত্রিকায় জানাবেন? তারাও নেবে...
দুর্নীতি দমন কমিশন?... ভাই থামেন তো...
একটা দেশের বেশির ভাগ মানুষকে দু ভাগ করা যায়...
১- দুর্নীতিবাজ
২ – দুর্নীতিমুক্ত ( সুযোগের অভাবে )
এর চেয়ে বড় অভাগা জাতি আর কেউ নেই... কেউ না...
ছিচকে চোরকে এদেশে গণধোলাই দিয়ে পিটিয়ে মারা
হয়...
আর গডফাদারদের হাত কচলিয়ে জিহ্ববা পিচ্ছিল করে
বলতে হয় '
স্লামালাইকুম স্যার... দয়া করে একটু উপহার টা নিবেন?’
No comments:
Post a Comment