Thursday, 5 October 2017

কালো চামড়ার মানুষ!

কালো চামড়ার মানুষ!
-------------------------------
আমি কালো চামড়ায় পৃথিবীবাসি বলে,
অবহেলা করনা মানুষ,
আমিও মনে প্রাণে মানুষ।
তবে কায়িক বৈষম্য আমায় করেছে নির্যাতন
কখনও ধর্মে, কখনও বিশ্বাসে
কখনও শ্রমে কখনও শিক্ষায়,
শ্রমের বিনিময়ে ঠকিয়েছিস কখনও।
হাড় ভেঙ্গে করেছি গুড়ো
ঘাম ঝরিয়ে করেছি তোদের নিবাস,
তবুও বিশ্বাস দিসনি রে মানুষ।
বিনিময়ে পেয়েছি বঞ্ছনা, অবহেলা,
আমার বিশ্বাসে পড়েছে শেওলা
অনেক যুগের অবহেলার ফসলে,
প্রাচীর তোলেছ তোমরা!
তোমাদের স্বার্থ আমরাও কিন্তু বুঝি রোদ বৃষ্টির
অনুভবে তোদেরই মতো আছি,
ক্ষুধা, তৃষ্ণা, লাজ, সম্ভ্রম, মান
সবই ঈশ্বর দিয়েছেন অনুদান।
যেমনটি ভাবিস তোদের আছে
আমাদের কি এটুকুও নেই দাম?
তোদের পৃথিবী হতে পারে সুউচ্চ প্রাসাদ
আমাদের তাবু ঘেরা নিছক কাটাই অবসাদ,
মাঝে মাঝে খোলা আকাশের নিচে
শোয়ে থাকি ক্লান্তি ফেলি মুছে।
সুখে দুঃখে আমরাও কাঁদি, হাসি,
সেবায় আমরা তোদের পায়ে হইনি দাস,
আত্মবিশ্বাস আছে, ধৈর্যের বাঁধ ভাঙ্গলে
অবশ্যই ঘটবে তোদেরই সর্বনাশ!
কেন, কেন রে কেটে দেখেছিলে গা ?
রক্তের রঙ কি বলেছিল তা?
তফাৎ একটাই আছে জানিস,
তোদের হৃদয়টা পঙ্গু, হিংস্র, খাদক
মানুষের রক্তে খেলিস উৎসব!
তোদের টাকা আছে, ধন দৌলত
আমাদেরও আছে এক অন্তহীন পথ
ভালবাসায় রুচি আমাদেরও আছে
হিংসায় তোরা পৃথিবী করবে দখল,
একদিন অহংকার ধ্বসে পড়বে, হবে বিকল।
মানবের ইতিহাস কলঙ্ক লিপ্ত করনা আর
মানুষখেকো খায় মানুষের রক্ত হাড়।
ধিক্কার তোদের ধনের বালাই
ধিক্কার তোদের আভিজাত্যের শিরে,
মানুষে মানুষে বিভেদ ছড়ায়ে
মানুষ হতে চাস তোরাই?
বেশ, রে মানব ইতিহাস!
তোদের ভিত যে পুড়িয়ে করছিস ছাই
তোরা মানুষ হওয়ার অধিকার নেই।
মানুষেরে করে অপমান অমানুষ
দৌলতে প্রমাণ করিস রে মানুষ !
একদিন হবে সব অহংকার নাশ,
মৃত্যুর সাথে লিখবে তোদের চরম উপহাস!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...