Sunday 5 February 2017

আমার ইন্টারেস্টিং লিস্টের তালিকায় পাবলিক টয়লেট আছে।



আমার ইন্টারেস্টিং লিস্টের তালিকায় পাবলিক টয়লেট আছে। কত বিচিত্র মানুষ পকেটে কলম নিয়ে হাগু করতে ঢুকে। কত কিছু লিখা থাকে দেয়ালে। সমকামী খুঁজছেন? অথবা নিজের নাম লিখে + দিয়ে লিখবে প্রেমিকার নাম। আচ্ছা কেন লিখে? কোন একদিন তার প্রেমিকা এই খুলনামুখী ট্রেনের এই বাথরুমে আসবে এবং এই লিখা দেখে চমকে যাবে!??
আসল কথাটাই বলা হল না। যত বিশ্রী লিখাই হোক, কমডে বসে প্রায় সবাই খুব আগ্রহ নিয়ে দেয়ালের লিখা পড়ে। পড়ে হয়ত আনন্দ পায়। না পেলে পড়ত না।

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...