Wednesday 8 February 2017

ছোট বেলার ক্রিকেট খেলার নিয়ম গুলো ছিলো এমন



ছোট বেলার ক্রিকেট খেলার নিয়ম গুলো ছিলো এমনঃ
বল ডাইরেক্ট দেওয়ালে লাগলে Six, গড়িয়ে গেলে Four, দেওয়ালের ওপারে গেলে সোজা আঊট
বল যে বাইরে ফেলবে সেই নিয়ে আসবে
প্রথম বলে আঊট হয়ে গেলে সেটা আঊট না, ওইটা Try বল ছিল
ব্যাটিং Team আম্পায়ারিং করবে
Last Batsman একা ব্যাটিং করতে পারবে
যে বল ফাটাবে সেই নতুন বল নিয়ে আসবে
জুনিয়র player রা শুধু ফিল্ডিং করবে, ব্যাটিং-বলিং পাবেনা
যে জিতবে সে পরের ম্যাচে প্রথমে Batting
ওপেনিং ব্যাটিং করলে প্লেয়ার বোলিং পাবে না
দেখুন তো আপনার সাথে কোনটার মিল আছে ??

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...