জীবনকে ভালোবাসি কিনা জানিনা তবে ভালোবাসার অমর্যাদা কোনদিন করিনি।
কখনো কখনো খূব দূরে চলে যেতে ইচ্ছে হয়, যেখানে ভেড়ার পালেরা ঘরের দিকে ফিরবার প্রত্যাশায় হেঁটে আসে। সেখানে ছোটো কুঁড়ে ঘর বেঁধে ,যেখানে আছে চলন বিল ,ফূল, সর্ষে ফুল। মানুষ ফেরে, ফিরতে হয় শরীর নিয়ে , হৃদয় নিয়ে। বেঁচে থাকুক হৃদয় ,বেঁচে থাকুক কবিতা ,বেঁচে থাকুক আমার আমি , বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক শ্রদ্ধা , বেঁচে থাকুক মনের খোলা জানালা শুধুই ভালোবাসায় ...
ভালো থেকো ফূল, মিষ্টি বোকুল,
ভালো থেকো ....
No comments:
Post a Comment