Wednesday, 8 February 2017

আমরা যারা একটু টাকা পয়সার টানে থাকি, সব সময় প্রেম নিয়ে লিখতে গিয়ে নিজেদের টানাটানি প্রেম মুহুর্ত গুলো একটু গ্লোরিফাই করবার চেষ্টা করি।



আমরা যারা একটু টাকা পয়সার টানে থাকি, সব সময় প্রেম নিয়ে লিখতে গিয়ে নিজেদের টানাটানি প্রেম মুহুর্ত গুলো একটু গ্লোরিফাই করবার চেষ্টা করি পাশাপাশি, যাদের টাকা পয়সার টানাটানি নেই, তাদেরকে একটু লেভেলের নিচে রাখতে পছন্দ করি যেমন, সানগ্লাস পরা টিপটপ দুইটা ছেলে মেয়ে চকচকে একটা গাড়ি থেকে বের হয়ে একটা অধিক চকচকে রেস্তোরাতে বসে গল্প করছে, প্রেম করছে আমরা তখন লেখি, "আমাদের হয়তো গাড়ি নেই, কিন্তু রিকশাতে পাশাপাশি বসে একে অপরের দিকে তাকিয়ে থাকা, অল্প একটু জায়গাতে জড়িয়ে ধরে াখা ওসব তোমরা বুঝবে না টংগের ওই ময়লা চায়ের কাপে পৃথক পৃথক ঠোটের চুমুকে এঁকে দেয় একটি মানচিত্র, যে দেশে নাগরিক শুধু তুমি আর আমি বড় রেস্তোরার ক্যুশনে নয়, টিনের চালের নিচেও ভালোবাসা হয়"
ব্যাপার হলো, অবশ্যই হয়। কিন্তু, ওদেরটা যে ভালোবাসা না, তা তো না। সাধ্যের মধ্যে প্রিয় মানুষকে সবাই সবচেয়ে ভালোটাই দেয়ার চেষ্টা করে। হেনরি' জিম এন্ড ডেলার কথা মনে আছে? ডেলার ছিলো ভীষন লম্বা সুন্দর চুল, আর জিমের ছিলো খুব দামী ঘড়ি। ক্রিসমাসের গিফট দেবার জন্য, জিম ডেলাকে না জানিয়ে তার ঘড়ি বিক্রী করে খুব দামী চিরুনী কিনে আনে। আর ডেলা? ডেলা তার চুল বিক্রী করে জিমের জন্য ঘড়ির চেইন কিনে আনে। তাদের সে গিফট তাদের কোন কাজে আসে না, শুধু তারা বুঝতে পারে, তারা একে অপরকে কতোটা ভালোবাসে
এটাই। এটাই জরুরী, তাকে অনুভব করানো যে, হ্যা! তোমাকে ভালোবাসি। আর কিচ্ছু না। যে যার সামর্থ্য মতো চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। খুব মিথ্যের, স্বার্থবাদীতার এই সময়ে, ভালোবাসা খুব দুর্মুল্য। তাই যে যেভাবে ভালবাসে, ভালোবাসুক। সবার ভালোবাসাই সুন্দর, সবার ভালোবাসাই স্নিগ্ধ। কারওটা ফাইভস্টার হোটেলের দারুণ আলোতে, চমৎকার প্রিন্টের ছবিতে সুন্দর। কারওটা কুয়াশা কুয়াশা সন্ধ্যায় পুরান ঢাকার আবছা আলোয় সুন্দর। সাম্যবাদী আধারে সব ভালোবাসা এক, সত্য, সুন্দর

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...