Sunday 19 February 2017

আপনার ভাইয়ের চোখের ভেতরে মোটা সুঁচ ঢুকিয়ে দিল...



আপনার ভাইয়ের চোখের ভেতরে মোটা সুঁচ ঢুকিয়ে দিল...
আপনার বোনের নগ্ন শরীর বরফের স্ল্যাবের ওপরে ফেলে দিল।
আপনার প্রেমিকাকে আত্মীয় স্বজনের সামনে দল বেঁধে ধর্ষণ করার পর তাকে পয়েন্ট দেয়া হল। মালটাকে দশে সাত দেয়া যায়।
আপনার ভাবীর স্তন কেটে আলাদা করে রেখে দিল। সেই আলাদা করা স্তনে কেউ কেউ আবার জিহবা বের করে চুষে যাচ্ছে...
আপনার মাকে উঠানে নিয়ে এসে সবার সামনে শাড়ি খুলে দিয়েছে। আপনার বাবার সামনে আপনার মাকে ধর্ষণ করা হল।
হাঁপাতে হাঁপাতে আপনার বাবা পানি চাওয়ার পর তার মুখে পেশাব করা হল।
......একবার ভাবুনতো...
আপনার সাথে উপরের ঘটনাটা গুলোর যে কোন একটাও যদি ঘটত ; আপনি কী জামায়াত করতে পারতেন ?
সত্যি করে বলুন... বুকে হাত রেখে বলুন। আমাকে বলতে হবে না। নিজেকে বলুন।
কিছুদিন আগে একটা ব্লগে এরকম এক লিখা পেয়েছি- ''সেই সময় কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানীরা ভাই কে দিয়ে জোর করে বোনকে , মা' কে ধর্ষণ করাতো''
না হলে মেরে ফেলত।
আমি নিশ্চিত করে বলতে পারি , লাইনটা পড়ার পর সব বাঙালি একবার করে কেঁপে উঠবে।
যাদের ভেতরে এই কাঁপুনিটা হবে না তারা বাঙালি না... নিজামী... !

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...